টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আইপিএল শেষ হওয়ার পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা এই দুই তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তনের মঞ্চ হতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন ওডিআই সিরিজ। যদিও এই প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের ক্রিকেটীয় ভবিষ্যতের এক বড় প্রশ্নচিহ্ন।
একাধিক সূত্রের খবর অনুযায়ী, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে রোহিত ও বিরাট ভারতীয় দলে ফিরছেন। ৯ই মার্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পর থেকে তাঁদের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। তাদের অনুপস্থিতিতে ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্টে সাফল্য পেলেও, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের স্মৃতি এখনও তাজা। তাই, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখে এখনই পরিকল্পনা শুরু করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
আর এখানেই বড় প্রশ্নটি উঠে আসছে: ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে কি রোহিত এবং বিরাটের মতো অভিজ্ঞদের দেখা যাবে? বিসিসিআইয়ের অভ্যন্তরে আলোচনা চলছে যে, শুভমান গিলকে ওডিআই দলের ভবিষ্যতের নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর পাশাপাশি নির্বাচকদের সঙ্গে বোর্ড কর্তাদের বৈঠকে রোহিত-বিরাটের বয়স এবং ফিটনেস নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা। তাদের অভিজ্ঞতার মূল্য অপরিসীম হলেও, টিম ম্যানেজমেন্ট কি ভবিষ্যতের কথা ভেবে তরুণদের উপর ভরসা রাখবে?
বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজটি রোহিত ও বিরাটের জন্য নিজেদের যোগ্যতা প্রমাণের একটি বড় সুযোগ। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের পুরোনো পারফরম্যান্সের পরিসংখ্যান বেশ উজ্জ্বল। যদি তাঁরা এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করতে পারেন, তবে হয়তো ২০২৭ সালের বিশ্বকাপেও তাদের দলের অপরিহার্য অংশ হিসেবে দেখা যেতে পারে। তবে, শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে এই দুই কিংবদন্তি ক্রিকেটারের ভবিষ্যৎ। এই সিরিজ কেবল প্রত্যাবর্তন নয়, বরং নিজেদের ক্রিকেটীয় যাত্রার পরবর্তী অধ্যায় নির্ধারণের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা।