শহরের এক নার্সিংহোমে ভর্তি থাকা এক রোগীর শ্লীলতাহানির অভিযোগে এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পিত্তথলির অপারেশনের জন্য ভর্তি এক মহিলাকে কেবিনে একা পেয়ে তার সঙ্গে অশালীন আচরণ করে ওই কর্মী। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ৩ আগস্ট, একবালপুরের ওই নার্সিংহোমে ঘটনাটি ঘটে। দুপুর প্রায় ১২টা নাগাদ জেনারেল বেড থেকে তৃতীয় তলার একটি কেবিনে স্থানান্তরিত করা হয় ওই রোগীকে। সেই সময় তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন এবং কেবিনে কেউ ছিল না। এই সুযোগে অভিযুক্ত কর্মচারী, যার নাম আব্দুল শুভান, ওই মহিলার ঠোঁটে জোর করে চুমু খায়।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন মহিলা। তিনি দ্রুত তার স্বামীকে বিষয়টি জানান। এরপরই তার স্বামী একবালপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।
ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(২) ধারায় আব্দুল শুভানের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সেদিনই বেলা আড়াইটা নাগাদ হাসপাতাল চত্বর থেকে তাকে গ্রেফতার করে। এরপর তাকে আদালতে পেশ করা হলে আদালত ৭ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।
এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানগুলোতে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। বছরখানেক আগে আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর, এই ধরনের আরেকটি ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।