রেললাইন পার হতে গিয়ে মৃত্যু! উত্তরপ্রদেশে বাইক আরোহী যুবককে পিষে দিল ট্রেন, অসমেও মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মহিলার

দেশজুড়ে আবারও দুটি মর্মান্তিক রেল দুর্ঘটনার ঘটনা ঘটল। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। অন্যদিকে, অসমে ভোরে হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তিন প্রৌঢ়া।

নয়ডায় মর্মান্তিক ভিডিও ভাইরাল:
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। মৃত ওই ব্যক্তির নাম তুষার, তিনি দাদরির বাসিন্দা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রেলক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও তুষার বাইকে করে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় রেললাইনের উপরেই মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পড়ে যাওয়ার পর তুষার তৎক্ষণাৎ উঠে বাইকটি তুলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটি ঝড়ের গতিতে চলে আসায় তিনি দৌড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। ট্রেন এসে সরাসরি তাঁকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে ভারতে ঘটা ২,৪৮৩টি রেল ক্রসিং দুর্ঘটনার মধ্যে ১,০২৫টি ঘটেছে উত্তরপ্রদেশে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এই ঘটনা আবারও রেললাইনে বেআইনি পারাপারের বিপদকে সামনে আনল।

অসমেও ট্র্যাজেডি:
প্রায় একই সময়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে অসমে। সে রাজ্যের বামুনিগাঁও রেলওয়ে স্টেশনের ধারে একসঙ্গে তিন মহিলার দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতদের নাম রুমি দাস (৫৫), কোরাবি মালু (৬০) এবং উত্তরা দাস (৬০)।

জানা গিয়েছে, ভোর ৫:২০ মিনিট নাগাদ মহিলারা বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে রেললাইনের দিকে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় একসঙ্গে দুটি ট্রেন— উজানিমুখা পুরী এক্সপ্রেস এবং একটি এনএমজি পণ্যবাহী ট্রেন ওই এলাকা পেরোচ্ছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মহিলারা একে অন্যের সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকায় সম্ভবত ট্রেনের হর্ন শুনতে পাননি। পুরী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। যদিও স্থানীয়দের বক্তব্য, পুরী এক্সপ্রেস হর্ন বাজায়নি।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ জনসাধারণকে রেললাইনের কাছে না যাওয়ার জন্য বারবার অনুরোধ করলেও, এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy