ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ ড্র করার পর ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিগর হলেন তিনি। শেষ টেস্ট ম্যাচে একাই ৫ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন। শুধু তাই নয়, এই সিরিজে ২৩ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবেও রেকর্ড গড়েছেন।
২২ গজের বাইরেও সাফল্যের শিখরে রয়েছেন সিরাজ। জানা গেছে, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৭ কোটি টাকা। হায়দ্রাবাদের ফিল্ম নগরে তার ১৩ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাংলো আছে। গত বছর আইপিএল মেগা নিলামে গুজরাত টাইটান্স তাকে ১২.২৫ কোটি টাকায় কিনে নেয়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ‘এ’ গ্রেডের কেন্দ্রীয় চুক্তি রয়েছে সিরাজের। এর ফলে তিনি বছরে প্রায় ৫ কোটি টাকা বেতন পান। এর বাইরে প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা, ওয়ানডের জন্য ৬ লক্ষ টাকা এবং টি-২০ ম্যাচের জন্য ৩ লক্ষ টাকা করে ম্যাচ ফি পান।
ক্রিকেট ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমেও তার আয় বিপুল। MyCircle11, Be O Man, CoinSwitchKuber, Crash on the Run, MyFitness, SG এবং ThumsUp-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনের সঙ্গে তিনি যুক্ত। বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি গাড়ির প্রতিও তার বিশেষ ভালোবাসা রয়েছে। তার সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস এবং টয়োটা ফরচুনারের মতো দামি গাড়ি। অন্য অনেক ক্রিকেটারের মতো সিরাজও হায়দ্রাবাদ শহরে ‘জোহরবা’ নামে একটি হোটেল পরিচালনা করেন।