পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দনিপুরের কাছে রূপনারায়ণ নদী বাঁধে ফের ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের মধ্যে। অস্থায়ীভাবে ধস মেরামতির কাজ শুরু হলেও, ফি বছর ভাঙনের কারণে স্থায়ীভাবে বাঁধ সংস্কারের জোরালো দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজন।
জানা গিয়েছে, ১০০ মিটার দীর্ঘ এই চওড়া নদী বাঁধ এবার প্রায় ১০ ফুট গভীরে নেমে গিয়েছে। এই ঘটনার পরপরই মহিষাদল ব্লকের বিডিও, সেচ দফতরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ভাঙা বাঁধ সারাইয়ের কাজ শুরু করান।
স্থায়ী সংস্কারের দাবি কেন?
স্থানীয়রা জানিয়েছেন, ফি বছরই দনিপুরের কাছে রূপনারায়ণ নদী বাঁধে ধস নামে এবং ভাঙন দেখা দেয়। প্রতিবারই প্রশাসন অস্থায়ীভাবে সেই ভাঙন মেরামত করে দায় সারে। এবারও একই পদ্ধতিতে কাজ শুরু হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, অস্থায়ী মেরামতিতে কোনো স্থায়ী সমাধান হয় না, ফলে প্রতি বছরই বন্যা ও নদী ভাঙনের আতঙ্কে থাকতে হয়।
স্থানীয়দের এই দাবি মেনে নিয়েছেন ব্লক প্রশাসন। মহিষাদল ব্লকের বিডিও আশ্বাস দিয়ে জানিয়েছেন, আগামী দিনে স্থানীয়দের দাবি মেনে স্থায়ীভাবেই বাঁধ সংস্কার করা হবে।
যদিও বর্তমানে অস্থায়ীভাবেই বাঁধ সংস্কারের কাজ চলছে। তবে বিডিও-র দেওয়া স্থায়ী সংস্কারের প্রতিশ্রুতিতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।