রুটিন অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুতে ভর্তি কংগ্রেস সভাপতি! কেমন আছেন মল্লিকার্জুন খড়গে?

ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা, ৮৩ বছর বয়সী মল্লিকার্জুন খড়গের স্বাস্থ্য (India Politics) নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। আজ সকালে তাঁকে বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাঁকে পেসমেকার ইমপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন।

অস্ত্রোপচার এবং স্থিতিশীল অবস্থা
হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরে খড়গে জ্বর এবং পায়ে ব্যথার অভিযোগ করছিলেন। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হৃদপিণ্ডের ছন্দে অসামঞ্জস্যতা (Arrhythmia) ধরা পড়ে, যার ফলেই এই পেসমেকারের প্রয়োজন হয়েছে। এটি হৃদপিণ্ডের স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি সাধারণ অস্ত্রোপচার, যা সাধারণত এক ঘণ্টার মধ্যেই শেষ হয়।

খড়গের ছেলে এবং কর্ণাটকের আইটি মন্ত্রী প্রিয়াঙ্ক খড়গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিশ্চিত করেছেন যে:

“খড়গেকে পেসমেকার ইমপ্লান্ট করার পরামর্শ দেওয়া হয়েছে এবং তিনি পরিকল্পিত প্রক্রিয়ার জন্য হাসপাতালে ভর্তি। তিনি স্থিতিশীল এবং ভালো আছেন। সকলের উদ্বেগ এবং শুভকামনার জন্য কৃতজ্ঞ।”

রাজনৈতিক কর্মসূচি অটুট
অসুস্থতা এবং অস্ত্রোপচারের প্রয়োজন সত্ত্বেও মল্লিকার্জুন খড়গের রাজনৈতিক কর্মসূচি অটুট রয়েছে। জানা গিয়েছে, তিনি আগামী ৭ অক্টোবর নাগাল্যান্ডের কোহিমায় যাবেন এবং সেখানে ‘নিরাপদ গণতন্ত্র, নিরাপদ ধর্মনিরপেক্ষতা এবং নিরাপদ নাগাল্যান্ড’ বিষয়ক এক জনসভায় অংশ নেবেন। এটি তাঁর রাজনৈতিক দায়িত্ববোধের পরিচায়ক।

উল্লেখ্য, ১৯৪২ সালে কর্ণাটকের বুক্কা জেলায় জন্মগ্রহণকারী খড়গে গত বছর কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং বর্তমানে বিরোধী দলের নেতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy