রিয়েলিটি শো-তে সাগ্নিক-তিয়াসার বাজিমাত, পুরুলিয়ার স্কুল থেকে বিশেষ সম্বর্ধনা পেলেন ‘রকস্টার জুটি’

পুরুলিয়া জেলার মানবাজারের স্বপন সুব্রত হাইস্কুলের দুই পড়ুয়া—গিটারিস্ট সাগ্নিক সুপকার এবং সঙ্গীত শিল্পী তিয়াসা হালদার—আজ গোটা বাংলার গর্বের কারণ। তাদের মোহময়ী কণ্ঠ ও অসাধারণ গায়কী প্রতিভা ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে এই দুই তরুণ শিল্পী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো-তে ‘রকস্টার জুটি’ হিসাবে বিপুল প্রশংসা কুড়োচ্ছে। নতুন প্রজন্মের এই দুই তারকার একের পর এক ‘রকিং পারফরম্যান্স’ বাংলার সঙ্গীত মঞ্চে ঝড় তুলেছে।

বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মান
তাদের এই জাতীয় সাফল্যকে আরও উজ্জ্বল করে তুলতে সম্প্রতি সাগ্নিক সুপকার ও তিয়াসা হালদারের নিজেদের স্কুল স্বপন সুব্রত হাইস্কুলে তাদের বিশেষ সম্বর্ধনা জানানো হয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

শুধু খুদে শিল্পীরাই নন, তাদের এই কঠিন পথচলায় যাঁরা সবসময় পাশে থেকেছেন, সেই দুই শিল্পীর অভিভাবকদেরও এদিন সম্মাননা জানানো হয়। একইসঙ্গে পুরো টিমকেও সম্বর্ধনা জ্ঞাপন করে স্কুল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে জমজমাট পারফরম্যান্স
সম্বর্ধনা অনুষ্ঠানে সাগ্নিকের চমৎকার গিটারের সুর এবং তিয়াসার মনোমুগ্ধকর কণ্ঠের মিশ্রণে এক জমজমাট পারফরম্যান্স অনুষ্ঠিত হয়, যা বিদ্যালয়ের সকল উপস্থিতিকে মুগ্ধ করেছে।

এই ভালোবাসায় আপ্লুত খুদে গিটারিস্ট সাগ্নিক জানায়,

“আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম ভালবাসা ও আশীর্বাদ জানানোর জন্য।”

অন্যদিকে সঙ্গীত শিল্পী তিয়াসা জানায়,

“নিজের স্কুলে অনুষ্ঠান করতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি খুবই আনন্দিত।”

স্বপন সুব্রত হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক নীলোৎপল দত্ত বলেন, “আমাদের গর্ব ছোট্ট সাগ্নিক ও তিয়াসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তাদের এই সাফল্য শুধুমাত্র বিদ্যালয়ের গর্বই নয়, পুরুলিয়ার নামকেও উজ্জ্বল করেছে।” তাদের আগামী পথচলা আরও স্বপ্নময় হোক, এই কামনাই রইল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy