“রাস্তা থেকে ড্রেন—সবই হবে ঝকঝকে!”-কাউন্সিলরদের হাতে এলো কোটি কোটি টাকার তহবিল

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শহরবাসীর মন জিততে বড়সড় মাস্টারস্ট্রোক দিল রাজ্য সরকার। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির অধীনে কলকাতা পুরসভাকে (KMC) ৩০০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। পাড়ার ছোট ছোট সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যেই এই বিপুল পরিমাণ টাকা খরচ করা হবে।

পাওনা টাকার অংক: নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে এই মেগা প্রকল্পের জন্য মোট ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে খাস কলকাতার জন্য প্রথমে ৫২ কোটি টাকা দেওয়া হলেও, বর্তমানে আরও ২৭২ কোটি টাকা যোগ করা হয়েছে। ফলে পুরসভার হাতে এখন রয়েছে মোট ৩২৪ কোটি টাকা। এই টাকা দিয়ে মূলত পাড়ার ভাঙাচোরা রাস্তা মেরামত, নিকাশী ব্যবস্থার আধুনিকীকরণ এবং অন্ধকার গলিতে স্ট্রিট লাইট বসানোর কাজ করা হবে।

বুথ ভিত্তিক উন্নয়ন: এই প্রকল্পের বিশেষত্ব হলো, প্রতিটি বুথ এলাকার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত কাজের সুযোগ রয়েছে। কলকাতা শহরে ৪,৭০০টিরও বেশি বুথ রয়েছে। পাটুলি-বাঘাযতীন এলাকার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর মতে, এই প্রকল্পে তাঁর ওয়ার্ডের ৪৫টি বুথেই কাজ হবে, যার সম্মিলিত অর্থমূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। বিরোধী কাউন্সিলররাও স্বীকার করেছেন যে, ক্যাম্পগুলির মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

কবে শেষ হবে কাজ? পুরসভা সূত্রে জানানো হয়েছে, ২৫ জানুয়ারির মধ্যে সমস্ত কাজের ‘ওয়ার্ক অর্ডার’ দেওয়ার প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে মার্চ মাসের মধ্যেই কলকাতার অলিগলির রূপ বদলে যাবে। তৃণমূল সরকারের এই কর্মসূচিকে আসন্ন নির্বাচনের আগে ‘গেমচেঞ্জার’ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy