পথকুকুরদের কামড়ে ফের রক্তাক্ত শৈশব। এবার তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার দৌলতাবাদ গ্রামে তিন বছরের এক শিশুকে ঘিরে ধরে কামড়ালো একদল হিংস্র কুকুর। বুধবারের এই হাড়হিম করা ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সমাজমাধ্যমে ভাইরাল হতেই শিউরে উঠছেন নেটিজেনরা। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
খেলতে খেলতেই ঘনিয়ে এল বিপদ
জানা গিয়েছে, তিন বছর বয়সী শিশুটির নাম আবুবাকের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বুধবার বাড়ির সামনের রাস্তায় আপন মনে খেলছিল সে। রাস্তার একধারে প্রায় ডজনখানেক কুকুর শুয়ে ছিল। আবুবাকের খেলতে খেলতে তাদের সামনে দিয়ে যেতেই হঠাৎ খেপে ওঠে কুকুরের দলটি।
১২টি কুকুরের নৃসংস আক্রমণ
অসহায় শিশুটিকে ঘিরে ধরে ১২টিরও বেশি কুকুর। কিছু বুঝে ওঠার আগেই খুদেকে কামড়ে ছিঁড়ে ফেলার উপক্রম করে তারা। যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে যায় আবুবাকের। তার কান্নার আওয়াজ শুনে স্থানীয় এক মহিলা তৎক্ষণাৎ লাঠি হাতে ছুটে আসেন এবং কুকুরদের তাড়িয়ে শিশুটিকে উদ্ধার করেন।
A shocking incident of a stray dog attack was reported from #Daultabad in #Hatnoor Mandal, #SangareddyDistrict.
A young boy who was playing on the road was suddenly surrounded and attacked by a group of #StrayDogs. The dogs reportedly bit the child multiple times, causing… pic.twitter.com/XVC1yVTKRx
— BNN Channel (@Bavazir_network) January 8, 2026
শারীরিক অবস্থা ও জনরোষ
গুরুতর জখম অবস্থায় আবুবাকেরকে সাঙ্গারেড্ডির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কামড় গভীর হলেও সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় শিশুটি বর্তমানে স্থিতিশীল। এই ঘটনার পর দৌলতাবাদ গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় পথকুকুরের উপদ্রব চরমে উঠলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বর্তমানে সুপ্রিম কোর্টে পথকুকুরদের নিয়ন্ত্রণ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে। এরই মাঝে তেলঙ্গানার এই ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।