রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপড়েন নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে আবারো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর আরও শুল্ক চাপানো হতে পারে। এর আগে ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। এবার সেই হার আরও বাড়ানোর হুমকি দিলেন।
ট্রাম্পের অভিযোগ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত রাশিয়াকে আর্থিক সহায়তা করছে। তিনি বলেন, “ভারতের আচরণ ভালো বাণিজ্যসঙ্গীর মতো নয়। ওরা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা ওদের সঙ্গে ব্যবসা করি না। তাই আপাতত ২৫ শতাংশ (শুল্ক) রেখেছি। আগামী ২৪ ঘণ্টায় তা আরও অনেকটা বাড়াব আমি, কারণ ওরা রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়া ভারতকে তেলের ওপর মোটা অঙ্কের ছাড় দিচ্ছে। ভারত কম দামে সেই তেল কিনে আসলে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ জোগাচ্ছে। ট্রাম্প আরও বলেন, “যদি রাশিয়া যুদ্ধবিরতির দিকে না এগোয়, তাহলে যারা তাদের কাছ থেকে তেল কিনবে, তাদের সবার উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা।”
ভারত বরাবরই রাশিয়াকে তাদের কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তেল এবং সামরিক সরঞ্জাম কেনাবেচা ছাড়াও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাশিয়ার সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তবে আমেরিকার এই লাগাতার হুঁশিয়ারি ভারতের বিদেশনীতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন।