ভারতীয় অর্থনীতিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি, ২০২৬) এক কালো দিন হিসেবে চিহ্নিত হলো। একদিকে মার্কিন ডলারের বিপরীতে রুপির নজিরবিহীন দরপতন, অন্যদিকে শেয়ার বাজারে চার মাসের মধ্যে সবথেকে বড় ধস—সব মিলিয়ে লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ। এদিন দিনশেষে রুপির মান ৭ পয়সা কমে প্রতি ডলারের বিপরীতে ৮৯.৯৪ রুপিতে দাঁড়িয়েছে, যা কার্যত ৯০-এর দোরগোড়ায়।
বাজার বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের চড়া দাম এবং বিদেশি বিনিয়োগকারীদের (FII) লাগাতার অর্থ প্রত্যাহারের জেরেই এই পতন। তবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, রাশিয়া থেকে তেল কিনলে সংশ্লিষ্ট দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হতে পারে। ইতিপূর্বেই ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। এই টানাপোড়েনে ভারতের আইটি, মেটাল এবং রপ্তানিনির্ভর টেক্সটাইল ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থাগুলোর শেয়ার দর ব্যাপকভাবে পড়ে গেছে।
বৃহস্পতিবার সেনসেক্স ৮০০ পয়েন্টের বেশি পড়ে ৮৪,১৮০.৯৬-তে এবং নিফটি ৫০ সূচক ১.০১ শতাংশ কমে ২৫,৮৭৬.৮৫ পয়েন্টে বন্ধ হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো হেভিওয়েট শেয়ার ২.২ শতাংশ পড়ে যাওয়ায় বাজারের রক্তক্ষরণ আরও বাড়ে। চলতি জানুয়ারি মাসেই বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৯০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, শুক্রবার রুপির মান ৮৯.৮০ থেকে ৯০.৩০-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, যা আমদানিনির্ভর ব্যবসার ওপর আরও চাপ বাড়াবে।