রানাঘাটে নীরবতা, রাতেই বাংলায় টুইট! মতুয়াদের আশ্বস্ত করে মমতাকে কড়া বার্তা মোদির

শনিবার আবহাওয়ার কারণে রানাঘাটের তাহেরপুরে সশরীরে উপস্থিত হতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখলেও, মতুয়াদের নাগরিকত্ব ও এসআইআর (SIR) আতঙ্ক নিয়ে তাঁর নীরবতা ঘিরে ‘বিশ্বাসঘাতকতার’ তকমা দিয়েছিল তৃণমূল। তবে অসম পৌঁছানোর পর রাতেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্সে’ নিপাট বাংলা ভাষায় মতুয়া ও নমঃশূদ্রদের জন্য ঢালাও আশ্বাসবাণী শোনালেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, মতুয়ারা কারও অনুগ্রহে নয়, বরং সিএএ-এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাসের অধিকার পেয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন, রাজ্যে বিজেপি সরকার গড়লে মতুয়া সমাজের উন্নয়নে আরও কাজ করা হবে। পাশাপাশি অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে বিঁধে তিনি লেখেন, তৃণমূল অনুপ্রবেশকারীদের রক্ষা করছে যারা বাংলার গরিব মানুষকে লুট করছে। বিজেপি ক্ষমতায় এলে এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি রাজ্যে ৫২ লক্ষ বাড়ি মঞ্জুর এবং এক কোটির বেশি পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার দাবিও করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy