রাতের বেঙ্গালুরুতে মহিলাদের নিরাপত্তা কোথায়? ৩ মত্ত যুবকের তাণ্ডবের ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে পুলিশ।

ব্যস্ত রাস্তায় স্কুটি নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। আর তাঁর ঠিক পিছনেই একটি স্কুটিতে সওয়ার তিন যুবক। প্রায় ২ থেকে ২.৫ কিলোমিটার রাস্তা জুড়ে চলল সেই মহিলার পিছু ধাওয়া। ক্রমাগত অশালীন মন্তব্য এবং উত্যক্ত করার সেই ভয়ঙ্কর দৃশ্য এবার ধরা পড়ল ক্যামেরায়। বেঙ্গালুরুর সিল্ক বোর্ড রুটের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাত ১০টার ঠিক আগে। ওই মহিলার ঠিক পিছনেই আসছিলেন অন্য এক বাইক আরোহী। তিনি দেখেন, ওই তিন যুবক মহিলার স্কুটির পিছু নিয়ে তাঁকে ভীষণভাবে উত্যক্ত করছে এবং ভয় দেখানোর চেষ্টা করছে। গোটা বিষয়টি মোবাইলবন্দি করেন তিনি। এরপর সাহসের পরিচয় দিয়ে ওই ব্যক্তি যুবকদের রুখতে গেলে তারা তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেয়।

পরবর্তীতে ওই প্রত্যক্ষদর্শী ভিডিওটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করেন। তিনি লেখেন, “মূল রাস্তার উপরেই এই অসভ্যতা চলছিল। প্রমাণ হিসেবে আমি ভিডিওটি তুলে রাখি।” ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে স্কুটির নম্বর শনাক্ত করা হয়েছে এবং গাড়ির মালিকের খোঁজ মিলেছে। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তবে আইটি সিটি হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল এই ঘটনা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy