রাতের নিরাপত্তা বাড়াতে পুলিশ-ব্যবসায়ী যৌথ উদ্যোগ, পটাশপুরের বাজারে নামছে বিশেষ পাহারাদার বাহিনী, বসছে সিসিটিভি

বাজার এলাকায় অপরাধমূলক কাজ দমন এবং নিরাপত্তা আরও জোরদার করতে এবার এক বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। এখন থেকে শুধু পুলিশ নয়, পুলিশের সঙ্গে বাজারের নিরাপত্তায় সামিল হবে বাজার ব্যবসায়ী সমিতির তৈরি করা ‘বিশেষ পাহারাদার বাহিনী’। পাশাপাশি, প্রত্যেক বাজার এলাকায় বসানো হবে বাড়তি সিসিটিভি ক্যামেরা।

সোমবার পটাশপুর থানায় বাজার এলাকার নিরাপত্তা নিয়ে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পাশাপাশি বাজার ব্যবসায়ী সমিতি তাদের নিজস্ব বিশেষ বাহিনী তৈরি করবে, যারা রাতের বেলায় বাজারে পুলিশের সঙ্গে যৌথভাবে পাহারা দেবে।

পটাশপুর থানার ওসি সুরজ আশ বলেন, “আমরা চাই বাজারের প্রতিটি দোকানদার নিরাপদে ব্যবসা করুক। এজন্য পুলিশ এবং ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে রাতের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। আমাদের লক্ষ্য হল কোনো ধরনের চুরি বা অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা।”

ব্যবসায়ীদের স্বস্তি ও প্রতিক্রিয়া
পুলিশের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পটাশপুরের বড় বড় বাজারের দোকানদাররা। পটাশপুর দু’নম্বর ব্লকের খড়ুই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দুর্গাপদ পাহাড়ি বলেন, “পুলিশের এই উদ্যোগে আমরা অনেকটাই স্বস্তি অনুভব করেছি। নিজেদের বাহিনী তৈরি করে আমরা রাতের বেলা পুলিশের সঙ্গে যৌথভাবে বাজার পাহারা দেব। সেই সঙ্গে বাজারে বাড়তি সিসিটিভি বসানোর ব্যবস্থা করব, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।”

এক ব্যবসায়ী সীতারাম মান্না জানান, আগে রাতে দোকানের নিরাপত্তা নিয়ে তাঁরা চিন্তিত থাকতেন, কিন্তু এখন পুলিশি পাহারা, নিজস্ব নাইট গার্ড বাহিনী এবং সিসিটিভি নজরদারির কারণে রাতের বাজার অনেক বেশি নিরাপদ হবে বলে তাঁরা মনে করছেন। ব্যবসায়ীদের মতে, এই যৌথ উদ্যোগ বাজারে নিয়মিত নজরদারিও বাড়াবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy