রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিজেপি-র রাজ্য প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শিক্ষা দুর্নীতি, নিম্ন বেতন এবং MANREGA প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনেন।
বিরোধী দলনেতা বলেন, “শিক্ষা দুর্নীতির মাধ্যমে এই রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের বেকার করে রেখেছে এই রাজ্যের বর্তমান সরকার। এর পাশাপাশি, আশা (ASHA) এবং আইসিডিএস (ICDS) কর্মীদের ন্যূনতম বেতন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে সরকার।”
তিনি সরাসরি MANREGA প্রকল্পে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আমলে ভুয়ো জব কার্ড তৈরি করে যে সমস্ত টেন্ডারের মাধ্যমে ঠিকাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে, সেই সমস্ত ঠিকাদারদের টাকা পাওয়াও এখন অনিশ্চিত।” শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জেরে রাজ্যজুড়ে শিক্ষা ও কর্মসংস্থান নীতির পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তাঁর অভিযোগের তীর সরাসরি রাজ্য সরকারের আর্থিক এবং প্রশাসনিক অব্যবস্থার দিকে।