রাজ্যের পুলিশ মহলে এক বড়সড় রদবদল আনা হয়েছে। বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্তার পদ পরিবর্তন করা হয়েছে, এমনকি অনেকের বিভাগেও এসেছে বড়সরা পরিবর্তন। উল্লেখযোগ্যভাবে, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই পরিবর্তনগুলি একটি রুটিন বদলের অংশ। প্রায় বছরখানেক আগে আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য উত্তাল হয়েছিল। সেই সময় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়, এমনকি জুনিয়র ডাক্তারদের তরফে তাঁর হাতে ইস্তফাপত্রও তুলে দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বিনীত গোয়েলকে পদ থেকে সরানো হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় জানিয়েছিলেন যে, বিনীত গোয়েল নিজেই পুলিশ কমিশনারের পদ থেকে সরতে চেয়েছিলেন।
কী দায়িত্ব পেলেন বিনীত গোয়েল?
পুলিশ সূত্রে খবর, বিনীত গোয়েলকে এডিজি-আইজি এসটিএফ (ADG-IG STF) এর সঙ্গে এডিজি-আইজি অ্যাডমিনিস্ট্রেশন (ADG-IG Administration) এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ বদল
এই রদবদলে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দুঁদে আইপিএস অফিসার অজয় রানাডেকে হোমগার্ডে বদলি করা হয়েছে, যা নিয়ে পুলিশ মহলে গুঞ্জন শুরু হয়েছে।
এছাড়াও, শ্যাম সিংকে ডিজি এবং আইজি সাইবার সেল থেকে সরানো হয়েছে। দময়ন্তী সেনকে এডিজি-আইজি পলিসি থেকে এডিজি-আইজি এপি পদে আনা হয়েছে। হরি কিশোর কুসুমাকারকে এডিজি সাইবার থেকে সরিয়ে এডিজি-আইজি কোস্টাল সিকিউরিটিতে স্থানান্তরিত করা হয়েছে।
আনন্দ কুমারকে এডিজি লিগ্যাল সেলের পাশাপাশি এডিজি-আইজি পলিসির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, শঙ্খশুভ্র চক্রবর্তীকে আইজি সিআইডি এর পাশাপাশি আইজি সাইবার সেলের দায়িত্বও দেওয়া হয়েছে।
এই রদবদল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।