রাজ্যপালকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! হুমকি ইমেলে ফোন নম্বর দিল খোদ অপরাধী?

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। রাজভবন তথা লোকভবন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে রাজ্যপালের কাছে একটি উড়ো ইমেল আসে, যেখানে তাঁকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ স্পষ্ট হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই রাজ্যপালের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং রাজভবন চত্বরে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট।

লোকভবনের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রাজ্যপালের স্পেশাল ডিউটি অফিসার ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রককে গোটা বিষয়টি অবগত করেছেন। সিআরপিএফ (CRPF)-এর পাশাপাশি পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বর্তমানে রাজ্যপাল ‘জেড প্লাস’ (Z+) ক্যাটাগরির নিরাপত্তা পান। এই হুমকির পর তাঁর নিরাপত্তায় অতিরিক্ত ৬০ থেকে ৭০ জন জওয়ান মোতায়েন করা হয়েছে।

হুমকি দাতা দিল নিজের নম্বর! চমকপ্রদ তথ্য হলো, হুমকি ইমেল পাঠানো ব্যক্তি ইমেলের নিচে নিজের মোবাইল নম্বরটিও লিখে দিয়েছেন। রাজভবনের পক্ষ থেকে বিষয়টি রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (ডিজিপি) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে। অপরাধীকে দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হলেও, এখনও পর্যন্ত অভিযুক্তের কোনো হদিস মেলেনি। বিষয়টি খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞ ও গোয়েন্দারা।

শুরু হয়েছে রাজনৈতিক তরজা: রাজ্যপালকে খুনের হুমকি নিয়ে যথারীতি রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স (পুরানো টুইটার) হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আপনাদের স্বাগত, যেখানে স্বয়ং রাজ্যপালও নিরাপদ নন। রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।” মালব্য আরও অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী যখন আইপ্যাক অফিস থেকে ইডি-র নথি ‘হাতিয়ে নিতে’ ব্যস্ত, তখন রাজ্যে অপরাধীদের বাড়বাড়ন্ত চরমে। এই ঘটনায় রাজভবন ও নবান্নের সংঘাত যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy