মধ্যপ্রদেশের ভোপালে চাঞ্চল্যকর রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে অভিযুক্ত সোনম ত্রিপাঠীর বিরুদ্ধে যখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, ঠিক তখনই এক অপ্রত্যাশিত মোড় নিলো ঘটনা। বুধবার সকালে নিহত রাজা রঘুবংশীর মায়ের কাছে পৌঁছলেন স্বয়ং সোনমের ভাই। সেখানে তিনি এক বিস্ফোরক মন্তব্য করে বসেন, যা গোটা ঘটনাকে আরও জটিল করে তুলেছে।
“রাজা আমার খুব কাছের ছিল,” – নিহতের মায়ের সামনে দাঁড়িয়ে সোনমের ভাই বলেন। এরপরেই তাঁর কণ্ঠে শোনা যায় কঠোর সত্যের দাবি, “সোনম যদি দোষী হয়, তাহলে ওকে ফাঁসি দেওয়া হোক।”
তিনি আরও দাবি করেন, রাজ কুশওয়াহার সঙ্গে তাঁর বোন সোনমের কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না। বরং, তিনি বলেন, “২৪ ঘণ্টাই সোনমকে ‘দিদি দিদি’ বলত রাজ। রাখিও বাঁধাত।”
এই দাবিগুলি স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। একদিকে পুলিশ যখন এই হত্যাকাণ্ডের তদন্তে সোনম ও তার সঙ্গীদের জড়িত থাকার সম্ভাবনার উপর জোর দিচ্ছে, তখন সোনমের ভাইয়ের এই বক্তব্য মামলার গতিপথকে নতুন দিকে ঠেলে দিতে পারে। প্রশ্ন উঠছে, সোনমের ভাই কি সত্য বলছেন, নাকি এটি বোনকে বাঁচানোর একটি কৌশল? যদি রাজ ও সোনমের মধ্যে কোনো সম্পর্ক না-ই থাকে, তাহলে হত্যার নেপথ্যে আসল কারণ কী?
পুলিশ সূত্রে খবর, রাজ রঘুবংশীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করার চেষ্টা চলছে। সোনমের ভাইয়ের এই নতুন তথ্য তদন্তকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।