আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের এক বছর পূর্তিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলেও, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF) নিজেদেরকে রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফ্রন্ট এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে যে, তারা ৯ আগস্টের ‘নবান্ন অভিযান’-এ অংশ নিচ্ছে না।
রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকার কারণ:
ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, “নবান্ন অভিযান একটি রাজনৈতিক কর্মসূচি। আদর্শগতভাবে এর সঙ্গে আমাদের কোনো সাযুজ্য নেই, তাই আমরা এই কর্মসূচিতে থাকছি না।” এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে, তাদের প্রতিবাদ সম্পূর্ণ অরাজনৈতিক এবং ন্যায়বিচারের দাবিতে সীমাবদ্ধ।
‘কালীঘাট চলো’ কর্মসূচিতে সীমিত অংশগ্রহণ
অন্যদিকে, নাগরিক সমাজ ও অভয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘কালীঘাট চলো’ কর্মসূচিতে ফ্রন্ট পুরোপুরি অংশ না নিলেও, তারা সেখানে একটি প্রতিনিধি দল পাঠাবে। এই সিদ্ধান্তের মাধ্যমে ফ্রন্ট তাদের প্রতিবাদকে রাজনৈতিক রঙ থেকে মুক্ত রাখতে চাইছে, একইসঙ্গে নাগরিক সমাজের সঙ্গে সংহতিও বজায় রাখতে চাইছে।
আরজি কর কাণ্ডের এক বছর পূর্তিতে মশাল মিছিল
প্রসঙ্গত, গত বছর ৮ আগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ হয়েছিল। সেই ঘটনার এক বছর পূর্তিতে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। ৮ আগস্ট রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত শ্যামবাজারে জমায়েত হয়ে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করার কথা জানিয়েছে ফ্রন্ট। এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
ফ্রন্টের এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে, তারা বিচার পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে যুক্ত হতে ইচ্ছুক নয়।