রবিবার থেকে বাড়বে তাপমাত্রা? শীতের বিদায় না কি সাময়িক স্বস্তি— কী বলছে হাওয়া অফিস?

টানা চার দিনের হাড়কাঁপানো ঠান্ডার পর অবশেষে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলল তিলোত্তমা। শুক্রবার কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের তুলনায় সামান্য বেশি। তবে তাপমাত্রা বাড়লেও তা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি নিচেই রয়েছে। পশ্চিমাঞ্চলেও পারদ সামান্য চড়েছে, তবে জাঁকিয়ে শীতের আমেজ এখনই বিদায় নিচ্ছে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলোর হালহকিকত:

কলকাতায় পারদ ১২ ডিগ্রির ঘরে পৌঁছালেও পশ্চিমের জেলাগুলো এখনও কনকনে ঠান্ডায় কাঁপছে। শুক্রবার শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে ৫.৬ ডিগ্রিতে, যা এই মরসুমের শীতলতম। এছাড়া পুরুলিয়া ও আসানসোলে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি। আবহাওয়াবিদদের মতে, আগামিকাল শনিবার কলকাতার পারদ ফের ১১ ডিগ্রির ঘরে নামতে পারে। তবে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, নদিয়া, দুই ২৪ পরগনা ও দুই বর্ধমান সহ সাত জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে।

উত্তরবঙ্গে ‘শীতল দিন’ ও কুয়াশার দাপট:

উত্তরবঙ্গে কনকনে শীতের আমেজ অপরিবর্তিত। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টা ‘শীতল দিন’ (Cold Day) বজায় থাকবে। দিনভর সূর্যের দেখা না মেলায় ঠান্ডার অনুভূতি হবে প্রবল। দার্জিলিং (১.৮ ডিগ্রি) ও জলপাইগুড়িতে (৬.৬ ডিগ্রি) পারদ পতনের সাথে সাথে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা তলানিতে ঠেকতে পারে।

দিল্লিতে রেকর্ড শীত:

এদিকে খাস রাজধানী দিল্লিতেও শীতের রেকর্ড ভেঙেছে। শুক্রবার এই মরসুমে প্রথমবার ৫ ডিগ্রির নিচে নামল দিল্লির তাপমাত্রা। সফদরজং আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

একনজরে আজকের তাপমাত্রা:

জেলা/শহর তাপমাত্রা (ডিগ্রি সে.) জেলা/শহর তাপমাত্রা (ডিগ্রি সে.)
দার্জিলিং ১.৮° পুরুলিয়া/আসানসোল ৮.০°
শ্রীনিকেতন ৫.৬° বর্ধমান/বহরমপুর ৯.০°
জলপাইগুড়ি ৬.৬° দমদম ১১.৪°
বাঁকুড়া ৭.৪° আলিপুর (কলকাতা) ১২.১°

আগামী কয়েক দিন কুয়াশার কারণে সড়ক ও রেলপথে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy