প্রতি বছরের মতো ২০২৬ সালেও ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। কিন্তু বিপত্তি বেঁধেছে দিনটি নিয়ে। ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি পড়েছে রবিবার। সংসদের সাধারণ নিয়ম অনুযায়ী রবিবার ছুটির দিন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি রবিবারে বাজেট পেশ করে নজির গড়বেন, নাকি প্রথা মেনে বাজেট একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি সোমবার পেশ করা হবে?
কী বলছে সরকার? পিটিআই (PTI) সূত্রে খবর, সংসদীয় প্রথা অনুসরণ করলে ছুটির দিন হলেও ১ ফেব্রুয়ারিই বাজেট পেশ হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, “সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটি (CCPA) সঠিক সময়ে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।”
রবিবারে বাজেট: নজির কি আছে? সংসদের ইতিহাসে ছুটির দিনে অধিবেশন হওয়ার ঘটনা বিরল হলেও নজিরবিহীন নয়। এর আগে ২০২০ সালে করোনাকালে রবিবার বাজেট পেশ হয়েছিল। তারও আগে ২০১২ সালের ১৩ মে সংসদের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবারে বিশেষ অধিবেশন বসেছিল। তাই ২০২৬ সালেও ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কেন ১ ফেব্রুয়ারিই বাজেট পেশ হয়? ২০১৭ সালের আগে ফেব্রুয়ারির শেষ দিনে বাজেট পেশ করা হতো। এর ফলে নতুন অর্থবর্ষ (১ এপ্রিল) শুরু হওয়ার আগে বাজেটের যাবতীয় প্রক্রিয়া শেষ করা সম্ভব হতো না। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই নিয়মে বদল আনেন। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করলে হাতে পুরো দুই মাস সময় পাওয়া যায়, ফলে ১ এপ্রিল থেকেই নতুন বাজেট কার্যকর করা সহজ হয়।
২০২৬ সালের এই বাজেট কি সাধারণ মানুষের জন্য বড় কোনো চমক নিয়ে আসবে? এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।