সঞ্জয় লীলা ভন্সালীর বহু প্রতীক্ষিত এবং প্রায় ২০ বছরের পুরনো প্রজেক্ট ‘বৈজু বাওরা’ এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে। পরিচালক এই ছবিটি আপাতত স্থগিত রেখে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজে মনোনিবেশ করলেও, সাম্প্রতিক খবর বলছে তিনি ছবিটি অভিনেতা রণবীর কাপুরকে একপ্রকার ‘উপহার’ দিয়েছেন।
রণবীর কাপুরের জন্য বিশেষ উপহার
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভন্সালি নাকি রণবীর কাপুরের ৪৩তম জন্মদিনে বিশেষ উপহার হিসাবে ‘বৈজু বাওরা’ ছবিটি তাঁর হাতে তুলে দিয়েছেন। রণবীর কাপুর এর আগেই সঞ্জয় লীলার ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
আগে পরিকল্পনা ছিল, এই ছবিতে রণবীর সিং মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। এমনকি, একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে রণবীর সিং নাকি ছবির প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। কিন্তু এখন জানা যাচ্ছে, ভন্সালির টিম ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছে এবং কাস্টিং-এ বড়সড় পরিবর্তন আসতে পারে।
রণবীরের ব্যক্তিগত যোগসূত্র
রণবীর কাপুর নিজে ভিন্টেজ মিউজিকের বিশাল অনুরাগী। জানা গিয়েছে, তাঁর সকাল শুরু হয় ১৯৫০–এর দশকের গান দিয়ে, বিশেষ করে ১৯৫২ সালে মুক্তি পাওয়া ‘বৈজু বাওরা’র সুর দিয়ে। শুধু তাই নয়, তিনি তাঁর মেয়ে রাহা-কেও সেই কালজয়ী সঙ্গীতের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।
কাস্টিং নিয়ে জল্পনা
‘বৈজু বাওরা’-র চূড়ান্ত কাস্টিং এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
পুরনো জল্পনা: এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, রণবীর সিং এবং আলিয়া ভাটকে ছবিতে নেওয়া হয়েছে, এবং তাঁরা টাকার চেয়ে কাজ ও গল্পকে বেশি গুরুত্ব দিয়ে চুক্তিতে রাজি হয়েছিলেন। এই সূত্র অনুযায়ী, ছবির কাজ ২০২৪ সালের শুরুতে শুরু হওয়ার কথা ছিল।
বর্তমান খবর: ঘনিষ্ঠ সূত্র বলছে, এই রণবীর-আলিয়া জুটি একসঙ্গে এই ছবিতে কাজ করছেন না। ওই ব্যক্তি দাবি করেন, “বৈজু বাওরা এ বছর সবচেয়ে বেশি আলোচিত ছবি… কিন্তু কাস্টিং নিয়ে এখনও কিছুই নিশ্চিত হয়নি। কাকে ভন্সালি চাইবেন, সেটি কেবল তাঁর মনেই নির্ধারিত।”