নবান্ন অভিযানের ডাক দেওয়া বাম ছাত্র-যুব সংগঠনের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে আজ রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়, ধর্মতলা, এবং গাঙ্গুলিবাগান এলাকা।
সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় গাঙ্গুলিবাগানে। নবান্নগামী মিছিল আটকালে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। একপর্যায়ে পুলিশ তাঁকে জোর করে টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে যায়। এমনকি, সৃজন ভট্টাচার্যকে চ্যাংদোলা করে পুলিশের বাসে তোলা হয়, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানান বাম কর্মীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায়।
অন্যদিকে, হাজরা মোড় এবং ধর্মতলাতেও একই ছবি দেখা গেছে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বাম কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। বেশ কয়েকজন বাম কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। পুলিশের দাবি, মিছিল আটকাতে গেলে বাম কর্মীরাই প্রথমে উস্কানি দেন এবং আইন ভাঙার চেষ্টা করেন।
বাম নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে এবং গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তাঁদের দাবি, অবিলম্বে আটক বাম কর্মী-সমর্থকদের মুক্তি দিতে হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।