ছাত্রনেতা উসমান হাদির মৃত্যুতে ঘনিয়ে আসা শোকের আবহ কাটতে না কাটতেই ফের রক্ত ঝরল বাংলাদেশে। এবার সন্ত্রাসীদের নিশানায় ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-এর কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব সিকদার। সোমবার দুপুর সোয়া ১২টা নাগাদ খুলনার সোনাডাঙায় ৪২ বছর বয়সী এই নেতার মাথায় গুলি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এনসিপি নেতা সইফ নেওয়াজ জানিয়েছেন, মোতালেব সিকদার দলের কেন্দ্রীয় সংগঠক এবং শ্রমিক শাখার খুলনা ডিভিশনের আহ্বায়ক ছিলেন। খুলনায় একটি বড় র্যালির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, তার আগেই এই প্রাণঘাতী হামলা চালানো হলো। এর আগে উসমান হাদিকেও একইভাবে রিকশায় যাওয়ার সময় মাথায় গুলি করা হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় যাঁর মৃত্যু হয়। হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হলেও দেশে হিংসার আগুন থামেনি।
হাদি-পরবর্তী এই আবহে কার্যত অরাজকতা চলছে বাংলাদেশে। ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর মতো সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ, সংস্কৃতি কেন্দ্র ছায়ানটে ভাঙচুর এবং ভারতীয় হাই কমিশনের সামনে উত্তপ্ত বিক্ষোভের ঘটনা ঘটছে। এর মধ্যেই দীপু দাস নামে এক হিন্দু ব্যক্তিকে গাছে বেঁধে পুড়িয়ে মারার নৃশংস ভিডিও ভাইরাল হওয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যদিও ইউনূস প্রশাসন কয়েকজনকে গ্রেফতারের দাবি করেছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।