‘যেখানে হেরে গিয়েছেন, সেখানে গিয়ে বলুন!’ সংসদ ভবনের বাইরে বিরোধীদের মনোবল বাড়ানোর দায়িত্ব নিলেন নরেন্দ্র মোদী

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই প্রথা মেনে সংসদের বাইরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যের মূল সুর ছিল বিরোধীদের পরাজয়, হতাশা এবং তাঁদের ‘দায়িত্ববোধ’ মনে করিয়ে দেওয়া। এবার কার্যত বিরোধীদের মনোবল বাড়ানো এবং সংসদের কাজ করার পদ্ধতি নিয়ে টিপস দেওয়ার দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্য:

নরেন্দ্র মোদী সরাসরি বিরোধীদের নাটক বা স্লোগান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য:

নাটক নয়, ডেলিভারি: “ড্রামা করার অনেক জায়গা আছে, সংসদে ড্রামা নয়, ডেলিভার করুন।”

পরাজয়ের হতাশা: প্রধানমন্ত্রী বিরোধীদের পরাজয় ও হতাশার কথা তুলে ধরে কটাক্ষ করে বলেন, “স্লোগান দেওয়ার জন্য গোটা দেশ ফাঁকা পড়ে আছে, যেখানে হেরে গিয়েছেন, সেখানে বলেছেন। যেখানে হারবেন, সেখানে গিয়েও বলুন।”

বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা ইঙ্গিত দেয় যে, এই অধিবেশনেও সরকার বিতর্ক ও আলোচনা চায়, কিন্তু বিরোধীদের কাছ থেকে বিশৃঙ্খলা বা অধিবেশন ব্যাহত করার মতো আচরণ আশা করে না। তিনি চান, সংসদ গঠনমূলক আলোচনায় অংশ নিক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy