বন্দে ভারতের মতো উচ্চগতির ট্রেনে শেষ মুহূর্তে টিকিট না পাওয়ার সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। এবার থেকে কিছু নির্দিষ্ট বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা শুরুর মাত্র ১৫ মিনিট আগেও টিকিট কাটা যাবে। প্রাথমিকভাবে সাউদার্ন রেলওয়ের অধীনে পরিচালিত আটটি ট্রেনের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে।
কী এই নতুন নিয়ম?
সাধারণত, বন্দে ভারত ট্রেনের টিকিট যাত্রার অনেক আগেই বুক হয়ে যায়। কিন্তু অনেক সময় কিছু আসন ফাঁকা থেকে যায়। নতুন নিয়ম অনুযায়ী, যে আসনগুলো বুকিং শেষ হওয়ার পরেও ফাঁকা থাকবে, সেগুলোতে যাত্রার ঠিক ১৫ মিনিট আগেও টিকিট কাটা যাবে। এর ফলে হঠাৎ করে যাত্রার প্রয়োজন হলে বা শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হলে যাত্রীরা উপকৃত হবেন।
যে আটটি ট্রেনে এই সুবিধা পাওয়া যাবে:
এই নতুন ব্যবস্থা প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের নিম্নলিখিত আটটি বন্দে ভারত এক্সপ্রেসে চালু হচ্ছে:
ম্যাঙ্গালুরু সেন্ট্রাল – তিরুঅনন্তপুরম সেন্ট্রাল বন্দে ভারত
তিরুঅনন্তপুরম সেন্ট্রাল – ম্যাঙ্গালুরু সেন্ট্রাল বন্দে ভারত
চেন্নাই এগমোর – নাগেরকয়েল বন্দে ভারত
নাগেরকয়েল – চেন্নাই এগমোর বন্দে ভারত
কোয়েম্বাটোর – বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত
ম্যাঙ্গালোর সেন্ট্রাল – ম্যাডগাঁও বন্দে ভারত
মাদুরাই – বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত
ড. এমজিআর চেন্নাই সেন্ট্রাল – বিজয়ওয়াড়া বন্দে ভারত
প্রযুক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যৎ পরিকল্পনা:
এই ব্যবস্থা কার্যকর করার জন্য রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS)-এ প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেমটিকে এমনভাবে আপডেট করা হচ্ছে যাতে ট্রেন ছাড়ার আগে পর্যন্ত ফাঁকা আসনের তথ্য আপডেট থাকে। এই পদক্ষেপের ফলে রেলের রাজস্বও বাড়বে, কারণ অনেক সময় ফাঁকা আসন নিয়েই ট্রেন ছেড়ে যায়। সাউদার্ন রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এই পাইলট প্রকল্প সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য রেল জোনে এবং বেশি চাহিদা সম্পন্ন বন্দে ভারত রুটেও এই সুবিধা চালু করা হবে।