মোবাইল ফোন নিয়ে ঘাঁটাঘাটি করায় মায়ের বকুনি সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দশম শ্রেণির এক ছাত্রী। সেই ঘটনার প্রায় দু’সপ্তাহ পর কালনা মহকুমা হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলাগড় থানার অন্তর্গত বাসনা এলাকায়।
প্রয়াত কিশোরীর নাম সোনামণি হেমব্রম (১৭)। সে এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল। তাঁর অকালমৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত কিশোরীর বাবা মদন হেমব্রম জানান, ঘটনার দিন তিনি ও তাঁর স্ত্রী মাঠে আলু বসানোর কাজ করছিলেন। তিনি মেয়েকে জল দিয়ে আসার কথা বলেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে মাঠে জল নিয়ে না এসে বাড়িতে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। এই কারণে বাড়ি ফিরে তাঁর মা মেয়েটিকে বকুনি দেন। এর জেরেই অভিমান করে সোনামণি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
বিগত ১৩ দিন আগে বিষ খেয়েছিল ১৭ বছর বয়সী সোনামণি। মঙ্গলবার গভীর রাতে কালনা মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বুধবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।