প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল নদিয়ার রানাঘাটে। অভিযোগ, সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ি ও মিছিল আটকে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিজেপি সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বিজেপির দাবি, মোদীর সভায় ভিড় আটকাতেই তৃণমূল পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খলা তৈরি করছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
Home
OTHER NEWS
মোদীর সভায় যেতে বাধা! রাস্তা আটকে বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে