মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে আবারও সরগরম আন্তর্জাতিক রাজনীতি। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী মোদী নাকি তাঁকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ‘স্যর’ বলে সম্বোধন করেন। (ছবি- সংগৃহীত)
অ্যাপাচি হেলিকপ্টার ও ‘স্যর’ বিতর্ক ট্রাম্প সম্প্রতি একটি সভায় দাবি করেন যে, ভারত বহু বছর ধরে মার্কিন ‘অ্যাপাচি’ হেলিকপ্টারের অপেক্ষায় ছিল। ৫ বছর ধরে বিষয়টি ঝুলে থাকার পর প্রধানমন্ত্রী মোদী তাঁর সঙ্গে দেখা করতে আসেন। ট্রাম্পের কথায়, “মোদী আমাকে এসে বলেন— স্যর, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? আমরা ৬৮টি অ্যাপাচি অর্ডার দিয়েছি কিন্তু পাচ্ছি না।” ট্রাম্পের দাবি, তাঁদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হলেও পেশাদার ক্ষেত্রে তিনি কোনো ছাড় দিতে রাজি নন।
রাশিয়ার তেল ও শুল্ক যুদ্ধ মোদীর সঙ্গে সুসম্পর্কের কথা বললেও ভারত-রাশিয়া বাণিজ্যিক লেনদেন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ভারত রাশিয়া থেকে তেল কেনা নিয়ে তিনি একেবারেই খুশি নন। এর পালটা হিসেবে মোদীও নাকি আমেরিকার চাপানো উচ্চ শুল্ক হার নিয়ে অখুশি। ট্রাম্পের যুক্তি, “মোদী শুল্ক নিয়ে আমার ওপর খুব একটা খুশি নন। কিন্তু শুল্কের কারণেই আমরা ধনী হচ্ছি।” তবে ভারত যে আগের তুলনায় রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছে, সেই তথ্যও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
শুল্ক নীতি ও ট্রাম্পের অবস্থান আমেরিকার অর্থনীতিতে শুল্কের (Tariff) প্রভাব নিয়ে ট্রাম্প বরাবরই কড়া ধাতের। তাঁর মতে, শুল্ক চাপিয়ে আমেরিকা অন্য দেশের থেকে অনেক বেশি অর্থ উপার্জন করছে। ভারতের মতো মিত্র দেশের ক্ষেত্রেও এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না বলেই তাঁর সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মিলছে।
এখন দেখার, ট্রাম্পের এই ‘আজব’ দাবি এবং শুল্ক নিয়ে করা মন্তব্যের পর ভারতের বিদেশ মন্ত্রক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয় কি না।