মোদীর ‘পাকিস্তানি বোন’ প্রতি বছর পড়ান রাখি, জেনেনিন তার সম্পূর্ণ পরিচয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ‘পাকিস্তানি বোন’ আছেন, যিনি প্রতি বছর নিয়ম করে তার হাতে রাখি পরিয়ে দেন। তার নাম কোমার মহসিন শেখ। এবারেও রাখি নিয়ে সম্পূর্ণ প্রস্তুত তিনি। কোমারের হাতে তৈরি রাখিতে ‘ওঁ’ লেখা আছে এবং একটি ছোট্ট গণেশের প্রতীকও বসানো হয়েছে।

পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া কোমার মহসিন শেখ ১৯৮১ সালে বিয়ের পর ভারতে চলে আসেন এবং এখন আহমেদাবাদে থাকেন। প্রায় ৩০ বছর ধরে তিনি নরেন্দ্র মোদীর হাতে রাখি পরিয়ে আসছেন।

ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সদস্য ছিলেন, তখন থেকেই কোমার তাকে রাখি পরাচ্ছেন। RSS থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই প্রথা অব্যাহত রয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোমার জানিয়েছেন, গুজরাটের তৎকালীন রাজ্যপাল প্রয়াত স্বরূপ সিংয়ের মাধ্যমেই তার সঙ্গে নরেন্দ্র মোদীর প্রথম সাক্ষাৎ হয়। বিমানবন্দরে স্বরূপ সিং তাকে মোদীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, কোমার তার মেয়ের মতো। এই কথা শুনে মোদী বলেন, তাহলে কোমার তার বোন। সেই দিন থেকেই তাদের মধ্যে ভাই-বোনের সম্পর্ক গড়ে ওঠে এবং কোমার তাকে রাখি পরানো শুরু করেন।

সংবাদসংস্থা পিটিআইকে কোমার বলেছেন, “প্রতি বছরই আমি হাতে তৈরি রাখি নিয়ে যাই। কারণ তার হাতে তৈরি রাখি খুব পছন্দ। আমি কখনও দোকান থেকে কিনে কার্ডও দিই না তাকে। যদি কখনও কিছু লিখি, তাহলে নিজে হাতে গুজরাটিতে লিখে দিই। এক মাস আগে থেকে আমার রাখির প্রস্তুতি শুরু হয়ে যায়। ৪-৫টা রাখি বানাই। যেটা সব থেকে ভালো লাগে, সেটাই তার হাতে বাঁধি। এবারও ভাই যদি আমাকে ডাকেন, ইনশাআল্লাহ, আমি ওখানে গিয়ে এই রাখি পরাব।”

কোভিডের কারণে ২০২০, ২০২১ এবং ২০২২ সালে তিনি দিল্লি যেতে পারেননি। ফলে সেই তিন বছর মোদীকে রাখি পরানো সম্ভব হয়নি। তবে এই তিনটি বছর বাদ দিলে প্রতি বছরই তিনি এই দায়িত্ব পালন করেছেন। আগামী ৯ আগস্ট রাখি বন্ধন উৎসব। কোমার মহসিন শেখ দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও তাকে কোনো কিছু জানানো হয়নি বলে খবর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy