মেসি-কাণ্ডে হুলুস্থুল! নবান্নের গড়ে দেওয়া ‘সিট’ এবার যুবভারতীতে, গ্রেফতার ৬

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা ও ভাঙচুর হয়েছে, তার তদন্তে এবার কোমর বেঁধে নামল রাজ্য সরকার। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই চার সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করেছে এই সিট, যার নেতৃত্বে রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর।

যুবভারতীতে তদন্তকারী দলের হানা: বুধবার সকালে সিটের সদস্যরা যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের নজরে রয়েছে আয়োজক সংস্থা এবং উদ্যোক্তা শতদ্রু দত্তর প্রতিটি পদক্ষেপ।

আয়োজকদের গাফিলতি ও ‘ছোট’ সংস্থার রহস্য: তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হাইভোল্টেজ এই আন্তর্জাতিক ইভেন্টের মাত্র তিন সপ্তাহ আগে এক অভিজ্ঞ ম্যানেজমেন্ট সংস্থাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল একটি ছোট ও অনভিজ্ঞ সংস্থাকে। শুধু তাই নয়, শেষ মুহূর্তে মেসির হোটেলের নাম বদল থেকে শুরু করে উপস্থাপক পরিবর্তন— সবকিছুই ছিল চূড়ান্ত অপেশাদারিত্বে ভরা। এমনকি স্টেডিয়ামের ভেতর চড়া দামে জলের বোতল বিক্রির বিষয়টিও সিটের আতশ কাঁচের তলায় রয়েছে।

কেন ক্ষুব্ধ দর্শকরা? হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দর্শকদের কপালে জুটেছে চূড়ান্ত হতাশা। অভিযোগ, সাধারণ দর্শকদের সরিয়ে মাঠের সামনে ভিড় জমিয়েছিলেন রাজনৈতিক নেতা ও মন্ত্রীরা। নিরাপত্তার দোহাই দিয়ে মাত্র ২৩ মিনিটের মাথায় মেসিকে সরিয়ে নেওয়ায় ধৈর্যের বাঁধ ভাঙে সমর্থকদের। শুরু হয় ভাঙচুর।

নবান্নের কড়া দাওয়াই: মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনীশ সরকারকে এবং বরখাস্ত করা হয়েছে যুবভারতীর সিইও দেবকুমার নন্দনকে। নবান্নের এই কড়া পদক্ষেপে স্পষ্ট যে, আন্তর্জাতিক মঞ্চে বাংলার ভাবমূর্তি নষ্টের দায় কাউকেই ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy