লিওনেল মেসির ইভেন্ট ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নজিরবিহীন ভাঙচুর ও বিশৃঙ্খলার তদন্তে এবার বড়সড় সাফল্য পেল বিশেষ তদন্তকারী দল (SIT)। তদন্তের স্বার্থে মূল আয়োজক শতদ্রু দত্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ২২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। শনিবার বিধাননগর আদালতের কাছে সিটের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ‘মেসি ইন কলকাতা’ ইভেন্টের জন্য বিভিন্ন উৎস থেকে এই বিপুল অঙ্কের টাকা সংগৃহীত হয়েছিল। গত শুক্রবার শতদ্রু দত্তের রিষড়ার বিলাসবহুল তিনতলা বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় সিট। যে বাড়িতে নিজস্ব সুইমিং পুল এবং ফুটবল মাঠ রয়েছে, সেখান থেকে উদ্ধার হয়েছে ইভেন্ট সংক্রান্ত একাধিক চুক্তিপত্র, আর্থিক লেনদেনের নথি এবং পরিকল্পনার ব্লু-প্রিন্ট। এই সব নথি যাচাই করার পরেই বিপুল টাকা ফ্রিজ করার সিদ্ধান্ত নেন গোয়েন্দারা।
ইতিমধ্যেই শতদ্রু দত্তকে গ্রেফতার করে দীর্ঘ জেরা করেছেন চার আইপিএস আধিকারিক। তদন্তকারীদের মূল প্রশ্ন— কার নির্দেশে অনুমোদিত তালিকার বাইরে অতিরিক্ত দর্শকদের মাঠে ঢোকানো হয়েছিল? ইভেন্টের সময়সূচি পরিবর্তনের নেপথ্যে কার মস্তিষ্ক ছিল? ডিসি অনীশ সরকারের সঙ্গে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছিল? আর্থিক লেনদেন থেকে শুরু করে প্রশাসনিক গাফিলতি— সব দিক খতিয়ে দেখছে সিট। আগামী দিনে এই তদন্তে আরও প্রভাবশালী নাম সামনে আসার সম্ভাবনা দেখছে প্রশাসনিক মহল