মেমারিতে শুভেন্দু অধিকারীর সভায় হাইকোর্টের অনুমতি, শর্তসাপেক্ষে শুক্রবার সভা করার নির্দেশ

পূর্ব বর্ধমানের মেমারিতে বিজেপির সভার উপর জারি থাকা স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ নভেম্বর (শুক্রবার) দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সভা করার অনুমতি দিয়েছে আদালত। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভায় উপস্থিত থাকবেন।

হাইকোর্টের নির্দেশ ও শর্তাবলী:

বুধবার বিচারপতি কৃষ্ণা রাও তাঁর নির্দেশে সভার অনুমতি দিলেও কিছু শর্ত আরোপ করেছেন:

  • উপস্থিতির সীমা: সভায় ৫ হাজার জনের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না।

  • নিরাপত্তা: শুভেন্দু অধিকারীর যাতায়াতের পথে এবং সভায় পুলিশকে প্রয়োজনীয় ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

  • লাউডস্পিকার: সভায় আইন মেনে লাউডস্পিকার ব্যবহার করা যাবে। আইন লঙ্ঘন হলে মহকুমা শাসক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

দমকলের অনুমতি প্রসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ:

মেমারি থানার পক্ষ থেকে সভার জন্য দমকলের অনুমতি নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে বিচারপতি বলেন, যেহেতু মামলাকারীরা অস্থায়ী মঞ্চ বানাবেন, তাই এক্ষেত্রে ফায়ার সার্ভিসের অনুমতি নেওয়া প্রয়োজন নেই। বিচারপতি রাজ্যের আইনজীবীকে নির্দেশ দেন, দমকলকে যেন তৈরি থাকতে বলা হয়, যাতে তারা সমস্ত দরকারি ব্যবস্থা নিয়ে রাখে।

মামলার শুনানিতে যুক্তি-পাল্টা যুক্তি:

  • বিজেপির যুক্তি (আইনজীবী বিল্বদল ভট্টাচার্য): তিনি দাবি করেন, সভার জন্য অস্থায়ী বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে এবং এতে পুলিশের হস্তক্ষেপ করার অধিকার নেই। জনসভার অনুমতি বাতিল করা যায় না, কিছু শর্ত দেওয়া যায়, কিন্তু অযৌক্তিক শর্ত দেওয়া যায় না। তিনি আরও জানান, সভাটি স্থানীয় ক্লাব উদয় সংঘের জায়গায় হবে এবং সেখানে সম্প্রতি বড় প্যান্ডেল করে কালীপুজো হয়েছে।

  • রাজ্য সরকারের যুক্তি (আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়): তিনি জানান, সরকার অনুমতি দিতে অস্বীকার করেনি, বরং ফায়ার সার্ভিসের অনুমতি আনতে বলা হয়েছিল। আইন-শৃঙ্খলার কারণে এবং ওই জায়গায় যাতায়াতের রাস্তা সংকীর্ণ ও জনবহুল হওয়ায় নিরাপত্তার খাতিরে তিন হাজার সমর্থক নিয়ে সভা করার কথা বলা হয়েছিল।

বিচারপতি দু’পক্ষের বক্তব্য শুনে অযৌক্তিক শর্ত খারিজ করে সভা করার অনুমতি দিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy