মেট্রো বদলে দিল রবিবারের রুটিন! WBJS পরীক্ষার জন্য বিশেষ পরিষেবা, কখন চলবে প্রথম ট্রেন?

আগামী রবিবার, ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (WBJS) প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। শহর ও শহরতলির যে সকল পরীক্ষার্থী ভোরেই পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে রবিবার নিয়মিত সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে।

এই বিশেষ দিনে ব্লু লাইন (Blue Line) ও গ্রিন লাইনে (Green Line) স্বাভাবিক সময়ের চেয়ে এক ঘণ্টা আগে পরিষেবা শুরু হবে। যদিও ইয়েলো লাইনে (Yellow Line) পরিষেবা স্বাভাবিক থাকবে, তবে সাপ্তাহিক ছুটির দিনের মতো পার্পল লাইন (Purple Line) এবং অরেঞ্জ লাইন (Orange Line) এই রবিবারও বন্ধ থাকবে।

ব্লু লাইন: দক্ষিণেশ্বর – কবি সুভাষ রুটে বিশেষ পরিষেবা

রবিবার সাধারণত সকাল ৯টা থেকে ব্লু লাইনে পরিষেবা শুরু হয়। কিন্তু WBJS পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এই রবিবার সকাল ৮টা থেকেই মেট্রো চলাচল শুরু করবে।

  • মোট মেট্রোর সংখ্যা: ১৩৬টি (৬৮ আপ ও ৬৮ ডাউন)—যা সাধারণ রবিবারের তুলনায় বেশি (সাধারণত ১৩০টি)।

  • প্রথম মেট্রো (দক্ষিণেশ্বর থেকে): সকাল ৮টা

  • প্রথম মেট্রো (কবি সুভাষ থেকে): সকাল ৮টা ৪ মিনিট

  • সকাল ৮টা-৯টা পর্যন্ত পরিষেবা: দুই দিকেই ২০ মিনিট অন্তর ট্রেন চলবে।

  • শেষ মেট্রোর সময়: অপরিবর্তিত থাকছে। (যেমন: কবি সুভাষ – দক্ষিণেশ্বর: রাত ৯:৩০; দক্ষিণেশ্বর – কবি সুভাষ: রাত ৯:৩৩)।

গ্রিন লাইন: হাওড়া ময়দান – সেক্টর ফাইভ রুটেও এক ঘণ্টা আগে পরিষেবা

গ্রিন লাইনেও রবিবার পরিষেবা শুরু হবে স্বাভাবিক সময়ের (সকাল ৯টা) চেয়ে এক ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ৮টা থেকে।

  • মোট মেট্রোর সংখ্যা: ১১০টি (৫৫ আপ ও ৫৫ ডাউন)—যা সাধারণ রবিবারের তুলনায় বেশি (সাধারণত ১০৪টি)।

  • প্রথম মেট্রো (হাওড়া ময়দান থেকে): সকাল ৮টা

  • প্রথম মেট্রো (সেক্টর ফাইভ থেকে): সকাল ৮টা

  • সকাল ৮টা–৯টা পর্যন্ত পরিষেবা: দুই দিকেই ২০ মিনিট অন্তর ট্রেন।

  • শেষ মেট্রো: রাত ৯:৪৫ (হাওড়া ময়দান – সেক্টর ফাইভ), রাত ৯:৪৭ (সেক্টর ফাইভ – হাওড়া ময়দান)।

অন্যান্য লাইনে কী হবে?

  • ইয়েলো লাইন: পরিষেবা স্বাভাবিক থাকবে।

  • পার্পল লাইন: সাপ্তাহিক ছুটির মতো বন্ধ।

  • অরেঞ্জ লাইন: সাপ্তাহিক ছুটির মতো বন্ধ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy