মেঘ ফাটল ভয়ঙ্কর শব্দে, ধেয়ে আসছে জল, ধ্বংসস্তূপে পরিণত উত্তকাশির গ্রাম, দেখুন আঁতকে ওঠা ভিডিও

উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টিতে প্রকৃতির রুদ্র রূপের ভয়াবহ ছবি সামনে এল। এবার উত্তরকাশির ধারালি গ্রামে নেমে এসেছে ভয়ঙ্কর বন্যা, যার ফলে গোটা গ্রাম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। আকস্মিক এই বন্যায় বহু মানুষ আটকে পড়েছেন এবং তাঁদের বেঁচে থাকা নিয়েও সন্দেহ দানা বাঁধছে।

প্রকৃতির এই আকস্মিক দুর্যোগে ধারালি গ্রামে জলের ভয়াবহ রূপ নেমে আসে। প্রবল জলের স্রোতে গ্রামের বেশিরভাগ অংশই জলের নিচে চলে গেছে। গ্রামবাসী নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আগেই এই বিপর্যয় নেমে আসে, ফলে অনেকেই এখনও আটকে আছেন বলে মনে করা হচ্ছে।

গোটা গ্রাম জলের নিচে চলে যাওয়ায় উদ্ধারকারী দলগুলির মনে আটকে পড়া মানুষদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই মুহূর্তে ঠিক কতজন মানুষ নিখোঁজ বা আটকে আছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং জলের প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান শুরু করার চেষ্টা করছে, তবে প্রতিকূল পরিস্থিতিতে তা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, ফলে পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ছে।

উত্তরকাশির ধারালি গ্রামের এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে, প্রকৃতির ভয়াবহ রূপের কাছে মানুষ কতটা অসহায়। এই অঞ্চলে অতীতেও এমন মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এমন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা আরও বাড়তে পারে।

স্থানীয়রা আতঙ্কিত, কারণ তাঁরা জানেন না কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কখন তাঁদের প্রিয়জনদের খোঁজ মিলবে। এই মুহূর্তে উদ্ধারকারী দল এবং প্রশাসনের প্রধান লক্ষ্য হলো আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। তবে, প্রকৃতির এই রুদ্র রূপের সামনে আপাতত সবার প্রার্থনা ছাড়া আর কিছু করার নেই।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy