মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, ভেসে গেল উত্তকাশির গ্রাম, দেখুন সেই ভয়ানক ভিডিও

উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ ছবি সামনে এল। আজ মঙ্গলবার উত্তরকাশির ধারালি গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। খীর গঙ্গা নদীর ক্যাচমেন্ট এলাকায় এই মেঘভাঙা বৃষ্টি হয়, যার জেরে পাহাড়ি ঢলের সঙ্গে তীব্র গতিতে জল নেমে এসে ধারালি গ্রামে ব্যাপক ধ্বংসলীলা চালায়।

গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি:
প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, ধারালি গ্রামটি কার্যত ধ্বংস হয়ে গেছে। জলের তোড়ে বহু বাড়ি, দোকান এবং রাস্তা ভেসে গেছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, ১০-১২ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। কিছু হোটেল এবং হোমস্টে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। বন্যায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকাজ শুরু:
হঠাৎ বন্যার কারণে অনেকেই নিরাপদ স্থানে পৌঁছতে পারেননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-এর দল। আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া:
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে এবং তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১০ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বন্যায় বিপর্যস্ত এই গ্রামের মানুষদের জন্য এখন দ্রুত ত্রাণ ও পুনর্বাসনই প্রধান চ্যালেঞ্জ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy