মেঘভাঙা বৃষ্টির জেরে আবারো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে দেবভূমি উত্তরাখণ্ড। মঙ্গলবার ক্ষীরগঙ্গা নদীর সংলগ্ন এলাকায় হড়পা বানে অন্তত ৫০ জন নিখোঁজ এবং চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জলের তোড়ে বহু বাড়ি ও নির্মাণ ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ি ক্ষীরগঙ্গা নদী ফুলে-ফেঁপে রাক্ষুসে আকার ধারণ করেছে। দ্রুত গতিতে ছুটে আসা ঘোলাটে জলের ঢেউ বসতি এলাকায় আছড়ে পড়ছে এবং একের পর এক বাড়িকে গ্রাস করছে। এই আকস্মিক বন্যায় স্থানীয়রা চরম বিপাকে পড়েছেন।
প্রশাসন সূত্রে খবর, ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলা দলগুলোকে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। তবে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
উত্তরাখণ্ডে প্রতি বছরই বর্ষাকালে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের ঘটনা ঘটে। তবে এই বছরের বিপর্যয় পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই কমছে। সরকার জরুরিভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও সতর্কবার্তা জারি করা হয়েছে।