স্পেনের গ্রানাডা প্রদেশের ছোট্ট শহর লানজারনে গত ২৬ বছর ধরে এক অদ্ভুত নিয়ম প্রচলিত আছে— এই শহরে কেউ মারা যেতে পারবেন না! শুনতে অবিশ্বাস্য হলেও, শহরের মেয়র এমন নিয়ম জারি করেছেন। এর নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ কারণ।
কেন এই নিয়ম?
১৯৯৯ সালে শহরের মেয়র এই নিয়মটি চালু করেন। তাঁর বক্তব্য, শহরের কবরস্থানে আর নতুন করে কাউকে কবর দেওয়ার মতো জায়গা নেই। যেহেতু শহরের বাসিন্দাদের সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত, তাই তাদের কথা ভেবেই এই নিয়ম জারি করা হয়েছে। সহজ কথায়, এখানে মারা গেলে কবরস্থ করার ব্যবস্থা করা যাবে না, তার জন্য অন্য জায়গা খুঁজে নিতে হবে।
শহরের মেয়র জানান, এই নিয়মটিকে মানুষ বেশ ইতিবাচকভাবে নিয়েছেন। তারা এর পেছনের কারণ বুঝতে পেরেছেন এবং এটিকে রসিকতা হিসেবেই মেনে নিয়েছেন। মেয়রের কথায়, “আমি সব নই, সর্বশক্তিমান ঈশ্বরই সব পরিচালনা করেন। তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে।”
কেমন শহর লানজারন?
উদ্ভট এই নিয়ম সত্ত্বেও লানজারন একটি সুন্দর ও জনপ্রিয় শহর। প্রায় চার হাজার বাসিন্দা নিয়ে গড়ে ওঠা এই শহরটি খনিজ সমৃদ্ধ ঝরনার জন্য বিখ্যাত। এটি একটি জনপ্রিয় সুস্থতার গন্তব্য হিসেবে পরিচিত।
সাম্প্রতিককালে, টিকটকের মাধ্যমে জেন-জি প্রজন্মের ভ্রমণকারীদের মধ্যে এই শহরটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পর্যটকদের কাছে বার্সেলোনা বা মায়োর্কার মতো জনবহুল স্থানের বিকল্প হিসেবে লানজারন একটি নতুন আকর্ষণ হয়ে উঠেছে। এই অদ্ভুত নিয়মটি শহরের পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে।