“মৃত্যুর মুখ থেকে ফিরলেন পথচারীরা!”-বেঙ্গালুরুতে মদ্যপ চালকের তাণ্ডবে হাড়হিম করা মুহূর্ত

সিলিকন সিটির ব্যস্ত রাস্তায় মৃত্যু যেন ধাওয়া করেছিল একদল পথচারীকে। বৃহস্পতিবার গভীর রাতে বেঙ্গালুরুর প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এক হাড়হিম করা পথ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বহু মানুষ। এক মদ্যপ চালকের বেপরোয়া গতির বলি হতে পারত একাধিক প্রাণ। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শিউরে উঠছেন নেটিজেনরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪২ বছর বয়সি এক ব্যক্তি মদ্যপ অবস্থায় অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ১৮ নম্বর মেইন রোড থেকে ১০০ ফিট রোডের দিকে আসার সময় গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণহীন গাড়িটি প্রথমে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। কিন্তু তাতেও গতি কমেনি, বরং গাড়িটি ছিটকে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইককে পিষে দিয়ে সরাসরি একটি রেস্তোরাঁর সামনের অংশে আছড়ে পড়ে।

ঘটনার সময় ফুটপাতে বেশ কয়েকজন পথচারী দাঁড়িয়ে ছিলেন। ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িটি তাঁদের গা ঘেঁষে বেরিয়ে রেস্তোরাঁয় ধাক্কা মারে। কয়েক সেকেন্ডের এদিক-ওদিক হলে বড়সড় প্রাণহানি নিশ্চিত ছিল। দুর্ঘটনায় রেস্তোরাঁটির সামনের অংশ এবং দুমড়েমুচড়ে যাওয়া বাইকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ। পুলিশি তদন্তে নিশ্চিত হওয়া গিয়েছে যে চালক মদ্যপ অবস্থায় ছিলেন। অভিযুক্তকে তৎক্ষণাৎ আটক করা হয়েছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। বেপরোয়া ড্রাইভিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শহরজুড়ে ট্রাফিক সচেতনতা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল এই দুর্ঘটনা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy