মৃত্যুদূতের হাতছানি হিমাচলের আকাশে! নিয়ন্ত্রণ হারিয়ে সটান রাস্তায় আছড়ে পড়লেন প্যারাগ্লাইডার, লণ্ডভণ্ড পর্যটকের ছুটির আনন্দ।

স্বপ্নের উড়ান যে নিমেষের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। হিমাচল প্রদেশের কাঙ্গরা জেলার বীর বিলিং-এ প্যারাগ্লাইডিং করার সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়লেন এক অভিজ্ঞ পাইলট। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক পর্যটক।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
পুলিশ সূত্রে খবর, মৃত প্যারাগ্লাইডারের নাম মোহন সিং (৪৫)। তিনি মান্ডি জেলার বারোটের বাসিন্দা এবং দীর্ঘদিনের অভিজ্ঞ চালক ছিলেন। শুক্রবার বিকেলে এক পর্যটককে নিয়ে বীর বিলিং থেকে উড়াল দিয়েছিলেন তিনি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটে অবতরণের ঠিক আগে।

যান্ত্রিক ত্রুটি: ল্যান্ডিং করার সময় হঠাৎই প্যারাশুটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

নিয়ন্ত্রণহীন উড়ান: নিয়ন্ত্রণ হারিয়ে মোহন সিং ও ওই পর্যটক অনেক উঁচু থেকে সরাসরি রাস্তার ওপর ছিটকে পড়েন।

তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মোহন সিংকে মৃত ঘোষণা করেন। পর্যটক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর অবস্থা স্থিতিশীল।

তদন্তের মুখে বীর বিলিং-এর নিরাপত্তা:
এই ঘটনার পর কাঙ্গরা জেলার পর্যটন উন্নয়ন আধিকারিক বিনয় কুমার জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার গাফিলতি বা যান্ত্রিক রক্ষণাবেক্ষণে কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শোকের আবহ ও তদন্তের স্বার্থে বীর বিলিং-এ আপাতত প্যারাগ্লাইডিং পরিষেবা একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

পুরনো ক্ষতে নতুন প্রলেপ:
উল্লেখ্য, হিমাচলে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মৃত্যু এই প্রথম নয়। গত জুলাই মাসেই ধর্মশালার কাছে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছিল গুজরাটের এক পর্যটকের। বারবার এই ধরনের দুর্ঘটনায় পাহাড়ের রোমাঞ্চকর এই ক্রীড়ার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিমাচলে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডিং করার কথা ভাবলে এবার থেকে আরও দশবার ভাববেন পর্যটকরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy