উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে এক বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং একজন মৃত ভারতীয় ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি জাল করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই বাগদা বিডিও, জেলাশাসক (ডিএম) এবং নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্প্রতি বাগদা থানার অন্তর্গত বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপি শরণার্থী সেলের সভাপতি সন্তু মিস্ত্রি বাগদা বিডিও-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, রকি মণ্ডল নামে এক বাংলাদেশি যুবক বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। এরপর সে বাগদারই রামনগর এলাকার বাসিন্দা প্রয়াত আয়েব মণ্ডলকে নিজের বাবা হিসেবে পরিচয় দিয়ে জাল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করে। শুধু তাই নয়, সে একটি ভারতীয় পাসপোর্টও জোগাড় করে ফেলেছে বলে অভিযোগ।
মৃত আয়েব মণ্ডলের পুত্রবধূ আমিনা মণ্ডল এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি দাবি করেন যে তাঁর শ্বশুর মারা গেছেন। শ্বশুর বেঁচে থাকাকালীন রকি মাঝে মাঝে তাঁর সাথে দেখা করতে যেত। তবে রকি যে তাঁর শ্বশুরকে বাবা বলে পরিচয় দিয়ে জাল ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেছে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণাই ছিল না।
বিজেপির সন্তু মিস্ত্রি এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, ভোটব্যাঙ্কের স্বার্থে তৃণমূল নেতারা টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভারতীয় নথি তৈরিতে সহায়তা করছেন।
তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কারও বাবা সেজে ভোটার কার্ড তৈরি করা তাদের কাজ নয়। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।