মুহূর্তেই শেষ উৎসবের আনন্দ! ছট পুজোয় বিহারের গঙ্গায় সলিল সমাধি ৪ কিশোরের, নবটোলিয়াতে হাহাকার

ধর্মীয় উৎসব ছট পুজোর আনন্দ মুহূর্তেই পাল্টে গেল গভীর বিষাদে। বিহারের গঙ্গা নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় তলিয়ে গেল একই গ্রামের চার নাবালক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা নবটোলিয়া এলাকায়।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ইসমাইল থানা এলাকার নবটোলিয়াতে। ছাথু সিং টোলা গ্রামের বাসিন্দা ওই চার কিশোর ছিল সম্পর্কে আত্মীয়। পরিবারের লোকেদের সঙ্গেই তারা ছট পুজো উপলক্ষে গঙ্গায় অর্ঘ্য দেওয়ার প্রস্তুতি বা স্নানের জন্য এসেছিল।

নদীতে স্নানে নামার সময় হঠাৎই পা পিছলে গভীর জলে তলিয়ে যায় ওই চারজন। পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই দ্রুত স্রোতে ভেসে যায় তারা। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় ছাথু সিং টোলা গ্রাম। ছট পুজোর মতো পবিত্র অনুষ্ঠানে এমন মর্মান্তিক পরিণতিতে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনা উৎসবের মরসুমে আনন্দের মাঝে এক গভীর শূন্যতা সৃষ্টি করল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy