বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই মুসলিম ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন শমীক ভট্টাচার্য। প্রথমে “বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, মুসলমানদের বিরুদ্ধে নয়” বলে বার্তা দিলেও, এবার আরও সুর চড়িয়ে তিনি বললেন, “যদি মুসলিম ভাইরা ভোট না-ও দেন, তা হলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন ঘটিয়ে দেব।” তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সংখ্যালঘু ভোট নিয়ে তাঁর পূর্বের মন্তব্য ঘিরে যখন বঙ্গ রাজনীতিতে জোর আলোচনা চলছে, ঠিক তখনই বৃহস্পতিবার (আজ) শমীক ভট্টাচার্য বলেন, “সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনও আবেদন করিনি। যদি মুসলিম ভাইরা ভোট না দেন, তা হলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন ঘটিয়ে দেব।” তার এই বক্তব্যে বিজেপির মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে কৌশলের পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
শমীক ভট্টাচার্য এদিন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (ববি হাকিম) তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “ববি হাকিমদের রাজনীতি, মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার। মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাঁদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি।” শমীক মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, “মুসলমানদের চিন্তা করতে বলেছি, ববি হাকিমের মেয়েরা কোন স্কুলে পড়েছে, কোন কলেজে পড়েছে। সিদ্দিকুল্লাদের সন্তানরা কোথায় পড়েছেন? যাঁরা মুসলিমদের আবেগ নিয়ে রাজনীতি করেন, তাঁরা চিন্তা করুন, তাঁদের বাড়িতে সন্তানসন্ততি কত, নেতা যাঁরা আছেন, তাঁদের সন্তানসন্ততি কত, কোথায় পড়াশোনা করেছেন। একজন মুসলমান নেতার নাম বলুন, যাঁরা মাদ্রাসায় পড়েছেন।”
ফিরহাদ হাকিমের ব্যক্তিগত জীবন নিয়েও শমীক মন্তব্য করেন, “ববি হাকিম তো দুর্গাপুজো করেন। নামাজি হিন্দু। এত বড় দুর্গাপুজো আবার তারও সঙ্গে ধর্মপ্রাণ মুসলিম।”
এর আগে, রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম বক্তৃতায় শমীক ভট্টাচার্য মুসলিম ভোটের প্রসঙ্গ টেনে বলেছিলেন, “যাঁরা আমাদের ভোট দিচ্ছেন না, যাঁরা আমাদের থেকে দূরে থাকছেন, যদি মনে করেন বিজেপি অস্পৃশ্য, অচ্ছ্যুত, আমাদের ভোট দেবেন না। কিন্তু তাঁরা আয়নায় নিজেদের দিকে দেখুন। গত ৩ বছরে যত খুন হয়েছে মুসলমানের সংখ্যা কত, ৯০ শতাংশ মুসলমান খুন, মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাঁদের পরিবার বলছে সিবিআই তদন্ত চায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে চায়।” তিনি আরও বলেছিলেন যে, এমন বাংলা চান, যেখানে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা ও মহরমের মিছিল একই সঙ্গে যাবে।
শমীক ভট্টাচার্যের এই লাগাতার আক্রমণাত্মক মন্তব্যগুলি আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।