শিল্পে বিনিয়োগ এবং রাজ্যের শিল্পকর্ম নিয়ে পশ্চিমবঙ্গের প্রতি বড় পরিকল্পনার কথা জানালেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জিন্দল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দল। এই প্রথমবার তিনি কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছেন এবং এই উৎসবের জাঁকজমক দেখে মুগ্ধ হয়েছেন শিল্পপতি।
বৃহস্পতিবার কলকাতায় পা রেখেই সজ্জন জিন্দল জানান, কেবল শিল্প বিনিয়োগ নয়, বাংলার শিল্প-সংস্কৃতিতেও তাঁর গভীর আগ্রহ রয়েছে।
মুম্বইয়ের গণপতি উৎসবের থেকেও এগিয়ে বাংলা
কলকাতায় এসে সজ্জন জিন্দল সরাসরি সুরুচি সঙ্ঘের মণ্ডপ ঘুরে দেখেন। বাংলার এই উৎসবের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, মুম্বইয়ের গণপতি উৎসবের থেকেও বাংলার শারদোৎসবকে তিনি এগিয়ে রাখছেন।
তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবেই বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি দেশের শীর্ষ শিল্পমহলের ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরল।
পশ্চিমবঙ্গে বড় ভাবনার ইঙ্গিত
শিল্পপতি সজ্জন জিন্দল এই সফরে পশ্চিমবঙ্গে বিনিয়োগ এবং শিল্পকর্মের প্রসারের বিষয়ে বড় ভাবনার ইঙ্গিত দিয়েছেন। অতীতে রাজ্যে তাঁর শিল্পগোষ্ঠীর উপস্থিতি থাকলেও, এই সফর রাজ্যের শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে আরও বড় কোনো পদক্ষেপের ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।
বাংলার দুর্গাপূজার মঞ্চে তাঁর উপস্থিতি এবং রাজ্যের প্রতি তাঁর আগ্রহ, আগামী দিনে জিন্দল গ্রুপের বিনিয়োগের ক্ষেত্র আরও প্রশস্ত করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।