থিমের মণ্ডপ সজ্জায় হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় নাম বালিটিকুরী অশোক স্মৃতি সংঘ। গত কয়েক বছরে ধারাবাহিক জনপ্রিয়তা বজায় রেখে এবারও দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ তৈরি করেছে এই পুজো কমিটি। এবারের তাদের থিম— সত্যজিৎ রায়ের সৃষ্ট বাংলার বিখ্যাত শিশুসাহিত্য ‘গুপী গাইন বাঘা বাইন’।
শহর থেকে শহরতলী পর্যন্ত যখন দুর্গাপুজোয় নানা থিমের হিড়িক, সেই প্রতিযোগিতায় বালিটিকুরী গত বছর রুডইয়ার্ড কিপলিংয়ের জনপ্রিয় ইংরেজি গল্প ‘দ্য জঙ্গল বুক’ থিম করে তাক লাগিয়ে দিয়েছিল। এবার তারা মুখ ফিরিয়েছে বাংলার নিজস্ব কিংবদন্তী গল্পের দিকে।
ফোন ছেড়ে বইমুখী করতে উদ্যোগ
পুজো উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে শৈশব মুঠোফোনে বুঁদ হয়ে রয়েছে। সেই দিক থেকে শৈশবকে মুঠোফোন থেকে গল্প-সাহিত্যের দিকে মুখ ফেরানো এবং প্রবীণদের কাছে ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মতো বিখ্যাত গল্পগুলির রসদ পুনরায় মনে করিয়ে দেওয়াই তাঁদের এই মণ্ডপ সজ্জার প্রধান লক্ষ্য।
মণ্ডপে গুপী-বাঘার জগৎ যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তাতে পঞ্চমীর দিন থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে। ছোট-বড় নির্বিশেষে সকলে এই মণ্ডপ দর্শনের প্রতি দারুণ আগ্রহ দেখিয়েছে বলে জানান উদ্যোক্তারা।
নজর কেড়েছে জেলার থিম
হাওড়া শহর জুড়েই এবার দুর্গাপূজার প্রস্তুতি ছিল তুঙ্গে। কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নানা সাজের মণ্ডপে দেশ-বিদেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং বাংলা গল্প-সাহিত্যের নানা কাহিনী ফুটিয়ে তোলা হয়। এর মাঝেই বালিটিকুরী অশোক স্মৃতি সংঘের এই থিম বিশেষ নজর কেড়েছে জেলাবাসীর।
অন্যান্য খবর (সংক্ষিপ্ত):
দশমীর দিন ভয়ঙ্কর দৃশ্য: প্রতিমা ভাসান হয়নি, অথচ পুকুরের জলে কী ভাসছে? দশমীর দিনে এমনই এক ভয়ঙ্কর দৃশ্যের খবর সামনে এসেছে।
মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ: পুলিশও নিরাপদ নন! ফাঁকা বাড়িতে এক মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ উদ্ধার করা হয়েছে, তাঁর শরীর জুড়ে ছিল একাধিক ক্ষত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।