প্রতি বছরের মতো এবারও হুগলিতে বন্যার তীব্র পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ত্রাণশিবিরে খিচুড়ি বিতরণ করার সময় নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশে এক বিতর্কিত ‘বালি ব্যবসায়ী’ হুদা খানকে দেখা যাওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করেছেন।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীকে নিশানা করে লেখেন, “পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার কারণে প্রতি বছরের মতো এ বছরও হুগলি জেলার বিভিন্ন এলাকা জলের তলায়।” তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ত্রাণ বিতরণের মতো জনসেবামূলক কাজে একজন ‘বালি মাফিয়া’কে পাশে রেখেছেন।
শুভেন্দু তার পোস্টে বলেন, “ত্রাণ শিবিরে গিয়ে ‘বালি মাফিয়া’ হুদা খানের পয়সায় বানানো খিচুড়ি, তাঁকেই পাশে রেখে পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!” এই মন্তব্যের মাধ্যমে শুভেন্দু ইঙ্গিত দিয়েছেন যে, মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে প্রকাশ্যে মঞ্চ ভাগ করছেন এবং যারা রাজ্যকে লুঠ করছে, তাদের সঙ্গেই তিনি ‘মানবিকতা’র প্রচার করছেন।
বন্যা পরিস্থিতি এবং ত্রাণ বিতরণ একটি জনসেবামূলক কাজ হলেও, শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পর তা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। বিরোধী দলনেতার মতে, মুখ্যমন্ত্রীর পাশে থাকা ব্যক্তিদের নিয়ে প্রশ্ন থাকলে, সেই ত্রাণ বিতরণের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠতে পারে।
হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার। রাজ্য সরকার ত্রাণ ও উদ্ধার কার্য চালাচ্ছে। তবে এই রাজনৈতিক বিতর্ক রাজ্যের বন্যা পরিস্থিতি এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার বিষয়, তৃণমূল কংগ্রেস এই অভিযোগের কী জবাব দেয়।