মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে চোরদের খপ্পরে ৩ মহিলা! চোখের সামনে সোনার হার ছিনতাই, কান্নায় ভাঙলেন শিকাররা।

নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে এসে চোরদের খপ্পরে পড়লেন তিন মহিলা। মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার শখ নিয়ে আসা এই মহিলাদের আনন্দ মুহূর্ত বদলে গেল চরম বিষাদে।

ভীমপুর থানার হরিনগর থেকে সভায় এসেছিলেন কনিকা পাল, বিজলী বিশ্বাস এবং চন্দনা মন্ডল। তারা জানান, জনসভার বিপুল ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাঁদের গলার সোনার হার ছিনতাই করে পালিয়েছে। সভা শেষে যখন তাঁরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁদের গলার হার না থাকার বিষয়টি নজরে আসে।

হার হারিয়ে কার্যত দিশাহারা হয়ে পড়েন ওই তিন মহিলা। ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা এবং প্রশাসনের কাছে এর প্রতিকার চান।

প্রশাসনের নাকের ডগাতেই, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও জনসভা থেকে সোনার হার চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। চুরি হওয়া হারের মূল্য কত, তা এখনও স্পষ্ট নয়, তবে এই ঘটনা জনসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy