মুখ্যমন্ত্রীর ‘উন্নয়নের পাঁচালি’র ২৪ ঘণ্টায় ধুন্ধুমার! উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে ফুঁসছে বিজেপি

টানা ১৫ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের পরিসংখ্যান তুলে ধরার একদিন পরই বড়সড় অভিযোগে সরব হল বিজেপি। উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের ‘বঞ্চনা’ নিয়ে মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বরাদ্দ অর্থ ও কেন্দ্র-রাজ্য প্রকল্পের তুলনামূলক খতিয়ান প্রকাশ করেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। তাঁদের দাবি, সামান্য নাগরিক অধিকার থেকেও বঞ্চিত উত্তরবঙ্গবাসী।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, “৩.৭ লক্ষ কোটি টাকার রাজ্য বাজেটে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ মাত্র ৮৬১ কোটি টাকা, যা ০.০০০২ শতাংশ। কলকাতায় সামান্য প্রজেক্টের জন্য যে অর্থ বরাদ্দ হয়, তার সিকিভাগ টাকাও উত্তরবঙ্গের জন্য খরচ করা হয় না।” তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় প্রকল্পের কাজেও রাজ্য সরকার বাধা দিচ্ছে। তাঁর কথায়, চা-বাগানের জন্য কেন্দ্রের বরাদ্দ ৩০০ কোটি টাকা, শিলিগুড়িতে রিং রোড তৈরির জন্য কেন্দ্রের বরাদ্দ সাড়ে তিন হাজার কোটি টাকা এবং স্বাস্থ্যখাতে কেন্দ্রের টাকাও রাজ্য সরকার খরচ করতে নারাজ। এমনকী, হাসিমারায় টার্মিনাল তৈরির জন্য রাজ্য সরকার ৩৭.৭৪ একর জমি দিচ্ছে না বলেও দাবি করেন তিনি।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চিকিৎসা ব্যবস্থার করুণ দশা তুলে ধরে প্রশ্ন করেন, “বার্ন ইউনিট নেই, ক্যাথ ল্যাব নেই, নিউরো সার্জেন নেই, প্লাস্টিক সার্জেন নেই, কী হচ্ছে এগুলো?” তিনি বলেন, চা-বাগানের নূন্যতম মজুরি ও ল্যান্ড রাইটস নিয়ে স্থায়ী সমাধান হয়নি। তাঁর মতে, “উত্তরবঙ্গের শিল্পতালুকগুলোতে গরু চড়ে বেড়াচ্ছে। গান করাচ্ছেন উন্নয়নের পাঁচালি! মানুষ বলছে মিথ্যার ফুলঝুরি।”

অন্যদিকে, বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, “এতগুলো বছরে উত্তরবঙ্গ থেকে বিপুল সিট জিতে বিজেপি কী করেছে? ফরাক্কা সেতু (কেন্দ্রের আওতাধীন) কেন বিকল্প তৈরি হলো না? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আইআইটি-র জন্য কেন্দ্রের কি কোনও পরিকল্পনা আছে?” তিনি দাবি করেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল এবং বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে রাজ্য সরকার। তাঁর বক্তব্য, “উত্তরবঙ্গে যা উন্নয়ন হয়েছে, ৩৪ বছরে বাম আমলে হয়নি। বিজেপি ভোটের সময় আলাদা রাজ্যের দাবি আর জাতপাত, ধর্ম নিয়ে ভোট করতে আসবে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy