সাধারণ মধ্যবিত্ত ও খুচরো বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডে অংশগ্রহণ বাড়াতে ঐতিহাসিক পদক্ষেপ নিল সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। মিউচুয়াল ফান্ডের খরচ বা ‘এক্সপেন্স রেশিয়ো’ কমানোর নতুন এক নিয়ম ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা। আর এই খবরের জেরেই বৃহস্পতিবার সকাল থেকে দেশের প্রথম সারির অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর (AMC) শেয়ারে ব্যাপক উত্থান লক্ষ্য করা গিয়েছে।
শেয়ার বাজারে খুশির হাওয়া: বৃহস্পতিবার বাজার খোলার পরেই হু হু করে বাড়ে এএমসি কোম্পানিগুলোর শেয়ার দর:
-
HDFC AMC: এক ধাক্কায় ৪.৫০ শতাংশ বেড়েছে।
-
কানাড়া রেবেকো AMC: ৬ শতাংশের বেশি লাফ দিয়েছে।
-
আদিত্য বিড়লা সান লাইফ: দর বেড়েছে ২.৫০ শতাংশ।
কী বদল আনল সেবি? সেবির নতুন নিয়ম অনুযায়ী, মিউচুয়াল ফান্ডের খরচের কাঠামোতে একটি স্বচ্ছতা আনা হয়েছে। এখন থেকে জিএসটি, স্ট্যাম্প ডিউটি, সেবি ফি এবং এক্সচেঞ্জ ফির মতো আইনি খরচগুলোকে ‘বেস এক্সপেন্স রেশিও’ বা BER-এর বাইরে রাখা হবে। এর ফলে ইনডেক্স ফান্ড, ইটিএফ (ETF) এবং ইকুইটি ওরিয়েন্টেড স্কিমগুলোর সামগ্রিক খরচ কমবে।
বিনিয়োগকারীদের কী লাভ? বাজার বিশ্লেষক অবিনাশ গোরক্ষকর জানিয়েছেন, এক্সপেন্স রেশিয়ো কমলে বিনিয়োগকারীরা সরাসরি বেশি NAV (নেট অ্যাসেট ভ্যালু) পাবেন। সহজ কথায়, আপনার বিনিয়োগের ওপর লাভের পরিমাণ কিছুটা হলেও বাড়বে। খরচ কমলে আরও বেশি মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন, যা পরোক্ষভাবে এই কোম্পানিগুলোর ব্যবসার আয়তন (AUM) বাড়াতে সাহায্য করবে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত দেশের মিউচুয়াল ফান্ড শিল্পে এক দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। বিনিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সস্তা হওয়ার ফলে সাধারণ মানুষের সঞ্চয় এখন আরও বেশি করে বাজারমুখী হবে বলে আশা করা হচ্ছে।
সতর্কবার্তা: এই প্রতিবেদনটি কেবল তথ্যের খাতিরে। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।