‘মা-কে ছাড়তে বলেছিল ওরা…’, যন্ত্রণার পাহাড় ঠেলে সুস্থ হয়ে লাইভে কান্নায় ভেঙে পড়লেন দেবলীনা

ফেসবুক লাইভে এসে নিজের ব্যক্তিগত জীবনের অন্ধকার দিক তুলে ধরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী। ৭৮টি কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে তাঁর এই চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় গত এক সপ্তাহ ধরে তোলপাড় পশ্চিমবঙ্গ। বর্তমানে গায়িকা হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন থাকলেও, তাঁকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জাল ক্রমশ জটিল হচ্ছে। বিশেষ করে প্রশ্ন উঠছিল, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এত পরিমাণ ঘুমের ওষুধ গায়িকা পেলেন কোথা থেকে?

নেটিজেনদের এই কৌতূহল নিরসনে সম্প্রতি দেবলীনার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তাঁর দিদি। তিনি জানান, দেবলীনার আগে থেকেই অনিদ্রার সমস্যা ছিল এবং চিকিৎসকের পরামর্শেই তিনি ওষুধ খেতেন। গত দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে সেই ওষুধ জমিয়ে রেখেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। ওষুধের ডোজ তুলনামূলক হালকা ছিল বলেই হয়তো অলৌকিকভাবে বড় কোনো বিপদ ঘটেনি এবং চিকিৎসকরা তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছেন।

দেবলীনার পরিবার সরাসরি গায়িকার স্বামী প্রবাহ নন্দী ও তাঁর শ্বশুরবাড়ির দিকে আঙুল তুলেছে। হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে নিজের লাইভে এসে দেবলীনা নিজেই প্রকাশ করেছেন সেই যন্ত্রণার কথা। কান্নাভেজা চোখে তিনি বলেন, “বিয়ের পর থেকেই আমার পেশা এবং আমার মা-কে নিয়ে অসহ্য চাপ দেওয়া শুরু হয়। বারবার বলা হয়েছে মা-কে ছেড়ে দিতে। যে মা নিজে কষ্ট করে আমাকে বড় করেছেন, তাঁকে আমি কীভাবে ত্যাগ করব?” দেবলীনার দাবি, তাঁর গানের অনুষ্ঠানের প্রাণভোমরা হলেন তাঁর মা। সেই মা-কে নিয়ে শ্বশুরবাড়ির অমানবিক আচরণই তাঁকে অবসাদের অন্ধকারে ঠেলে দিয়েছিল।

সোশ্যাল মিডিয়া অবশ্য এই ঘটনায় দুই ভাগে বিভক্ত। একপক্ষ দেবলীনার লড়াইকে সমর্থন জানালেও, অন্যপক্ষ গায়িকার স্বামীর বক্তব্য শোনারও দাবি তুলেছেন। দেবলীনা নিজেও স্বীকার করেছেন যে আত্মহত্যার পথ বেছে নেওয়াটা ভুল ছিল। তিনি এখন স্বাভাবিক জীবনে ফিরতে চান এবং ট্রোলারদের কাছে অনুরোধ করেছেন যাতে তাঁকে নিয়ে কোনো নোংরা কুৎসা না করা হয়। ভক্তদের প্রার্থনা, সুস্থ হয়ে দেবলীনা আবারও মঞ্চ কাঁপিয়ে গান ধরুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy